টি-টোয়েন্টি টুর্নামেন্টের টিকেট ১০০ টাকায়

ত্রিদেশীয় টি-টোয়েন্টি টুর্নামেন্টের প্রাথমিক পর্বে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামের ম্যাচগুলোর টিকেটের সর্বনিম্ন মূল্য ১০০ টাকা। শুক্রবার থেকে শুরু হতে যাওয়া টুর্নামেন্টের টিকেট বিক্রি শুরু বৃহস্পতিবার থেকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 11 Sept 2019, 02:36 PM
Updated : 11 Sept 2019, 02:36 PM

এবার কোনো ব্যাংক বা অনলাইনে নয়, কেবল মিরপুর সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামের বুথে পাওয়া যাবে টিকেট। সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত টিকেট কেনা যাবে।

ইস্টার্ন স্ট্যান্ডের টিকেটের মূল্য রাখা হয়েছে ১০০ টাকা। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ড ১৫০ টাকা, শহীদ জুয়েল ও শহীদ মুশতাক স্ট্যান্ড ৩০০ টাকা, ভিআইপি স্ট্যান্ড ৫০০ টাকা, গ্র্যান্ড স্ট্যান্ড ১ হাজার টাকা ও বিসিবি হসপিটালিটি লাউঞ্জের টিকেট মিলবে ২ হাজার টাকায়।

বাংলাদেশ ও জিম্বাবুয়ের ম্যাচ দিয়ে শুক্রবার শুরু টুর্নামেন্ট। খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৬টায়। টুর্নামেন্টের আরেক দল আফগানিস্তান।

প্রাথমিক পর্বে তিনটি ম্যাচ হবে মিরপুরে, তিনটি চট্টগ্রামর জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। ফাইনাল আবার মিরপুরে। চট্টগ্রামের ম্যাচগুলি ও মিরপুরে ফাইনালের টিকেটের মূল্য জানানো হবে পরে।