বিশ্বকাপের লড়াইয়ে বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি

টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নেওয়ার অভিযানে বাংলাদেশের মেয়েদের প্রথম প্রতিপক্ষ পাপুয়া নিউ গিনি। স্কটল্যান্ডের ডান্ডিতে ফোরফারশায়ার ক্রিকেট ক্লাব মাঠে আগামী ৩১ অগাস্ট এই ম্যাচ দিয়ে মেয়েদের টি-টোয়েন্টি বিশ্বকাপের বাছাইপর্ব শুরু করবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 August 2019, 01:28 PM
Updated : 8 August 2019, 01:28 PM

বৃহস্পতিবার বাছাইপর্বের সূচি প্রকাশ করেছে আইসিসি। মূল টুর্নামেন্ট শুরুর আগে ২৯ অগাস্ট একমাত্র অফিসিয়াল প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নেদারল্যান্ডস।

‘এ’ গ্রুপে বাংলাদেশের অন্য দুই প্রতিপক্ষ যুক্তরাষ্ট্র ও স্বাগতিক স্কটল্যান্ড। যুক্তরাষ্ট্রের বিপক্ষে ম্যাচ ১ সেপ্টেম্বর, স্কটিশদের বিপক্ষে ৩ সেপ্টেম্বর।

বাছাইপর্বে ‘বি’ গ্রুপে খেলবে আয়ারল্যান্ড, নামিবিয়া, নেদারল্যান্ডস ও থাইল্যান্ড। দুই গ্রুপের শীর্ষ দুটি করে দল খেলবে সেমি-ফাইনালে। ৫ সেপ্টেম্বর হবে দুটি সেমি-ফাইনাল। ৭ সেপ্টেম্বর ফাইনাল। ফাইনালে ওঠা দুই দল যোগ্যতা অর্জন করবে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার।

আগামী ফেব্রুয়ারি-মার্চে টি-টোয়েন্টি বিশ্বকাপ হবে অস্ট্রেলিয়ায়। গতবার বাছাইয়ে চ্যাম্পিয়ন হয়ে মূল বিশ্বকাপে গিয়েছিল বাংলাদেশের মেয়েরা।

এবার বাছাইপর্বের আগে নেদারল্যান্ডসে ১০ দিনের প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশের মেয়েরা। ওই ক্যাম্পে খেলবে চারটি প্রস্তুতি ম্যাচ। দল দেশ ছাড়বে ১৫ অগাস্ট।