রংপুরকে ইতিবাচক রাখছেন ‘সহজাত নেতা’ মাশরাফি

পাঁচ ম্যাচের তিনটিতেই হার। শেষ দুটিতে হাতের মুঠো থেকে ফসকে গেছে জয়। এভাবে কাছে গিয়েও হারলে চোট লাগে আত্মবিশ্বাসে। তবে রংপুর রাইডার্সের অলরাউন্ডার বেনি হাওয়েল বলছেন, দলের মনোবল চাঙা রাখছেন মাশরাফি বিন মুর্তজা। হাওয়েল যাকে বলছেন সহজাত নেতা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 15 Jan 2019, 08:42 AM
Updated : 15 Jan 2019, 08:43 AM

বিপিএলের ঢাকা পর্বের শেষ ম্যাচে রাজশাহী কিংসের কাছে ৫ রানে হেরেছে রংপুর। তার আগের ম্যাচে ঢাকা ডায়নামাইটসের কাছে হেরেছে ২ রানে। দুটি ম্যাচেই একসময় রংপুরের জয় মনে হচ্ছিল কেবল সময়ের ব্যাপার। কিন্তু হেরে গেছে অভাবনীয়ভাবে। এর আগে মৌসুমের প্রথম ম্যাচেও চিটাগং ভাইকিংসের কাছে রংপুর হেরেছিল শেষ ওভারে, ৩ উইকেটে।

সব মিলিয়ে গত আসরের শিরোপা জয়ীরা এবার আছে বেকায়দায়। তবে দলের মনোবলে সেটির প্রভাব পড়ছে না, দাবি হাওয়েলের। অধিনায়কই উজ্জীবিত রাখছেন দলকে।

“সে সহজাত নেতা। সবাই তাকে অনুসরণ করে। দলটা খুব ভালোভাবে চালায় সে। সবাইকে খুব সাহায্য করছে। সবাই ইতিবাচক রাখছে। আমরা আগের ম্যাচ ভুলে পরের ম্যাচে মাঠে নামতে মুখিয়ে আছি।”

কাছে গিয়ে হার গিয়ে হার থেকেও সামনের পথচলার জন্য ইতিবাচক দিক বের করছে রংপুর। গত আসরেও টুর্নামেন্টের মাঝামাঝি পর্যন্ত খুব ভালো অবস্থায় ছিল না তারা। পরে দারুণ খেলে চ্যাম্পিয়ন হয়েছে। এবারও খেলার অনেক বাকি, বলছেন হাওয়েল।

“এখনও টুর্নামেন্টের কেবল শুরুর পর্যায়। ৬-৭টি খেলা বাকি আছে। কাছে গিয়েও হারা অবশ্যই আদর্শ নয়। তবে সামনে এই ধরনের ম্যাচ এলে কি করা উচিত, সেটা আমরা অন্তত এখন জানি।”

ঘুরে দাঁড়ানোর কাজটি অবশ্য সহজ হবে না। সিলেট পর্বে রংপুরের দুটি ম্যাচ, দুটিই স্বাগতিক সিলেটের বিপক্ষে। ঘরের মাঠে দর্শক সমর্থন নিয়ে ডেভিড ওয়ার্নারের দলের উদ্দীপ্ত থাকারই কথা। হাওয়েল তবু আশা করছেন ভালো কিছুর।

“সিলেট দর্শক সমর্থন পাবে। ওদের দলে বেশ বড় কিছু নাম আছে। ওয়ার্নার, পুরান আছে, কয়েকজন ভালো বোলার আছে। ওদের নিয়ে আমরা গবেষণা করব। ওদের দুর্বলতা বের করে ও আমোদের শক্তির জায়গা কাজে লাগানোর চেষ্টা করব।”