অনাপত্তিপত্র না থাকায় খেলতে পারেননি গেইল

ম্যাচের আগে টিভি পর্দায় দেখা গেল ড্রেসিং রুমে বসে ক্রিস গেইল। কিন্তু একাদশে নেই তার নাম! ম্যাচ শেষে তার দল রংপুর রাইডার্সের জয়োৎসবেও ছিলেন গেইল। পরে জানা গেল, ক্যারিবিয়ান বোর্ড থেকে অনাপত্তিপত্র (এনওসি) না আসায় খেলতে পারেননি এই বিস্ফোরক ব্যাটসম্যান।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 Jan 2019, 04:52 PM
Updated : 6 Jan 2019, 04:52 PM

গত আসরে রংপুর রাইডার্সের শিরোপা জয়ে শেষ দিকে সবচেয়ে বড় অবদান ছিল গেইলের। এবারও তাকে ধরে রেখেছে দলটি। শনিবার টুর্নামেন্টে রংপুরের প্রথম ম্যাচের আগে সকালে ঢাকায় পা রাখেন বাঁহাতি ওপেনার। কিন্তু সেদিন তো বটেই, রোববার রংপুরের দ্বিতীয় ম্যাচেও গেইল না খেলায় উঠল প্রশ্ন।

ম্যাচের পর সংবাদ সম্মেলনে রংপুর রাইডার্সের কর্মকতা আহসানুর রহমান মল্লিক জানালেন গেইলের না খেলার কারণ।

“গেইল এনওসির জন্য ওয়েস্ট ইন্ডিজের বোর্ডে আবেদন করেছিল বৃহস্পতিবার। শনি, রোববার ওদের ওখানে ছুটি। তাই এখনও হাতে এসে পৌঁছায়নি এনওসি। আমাদের খেলার সময় ওদের মধ্যরাত। তাই পাঠাতে পারেনি। ফোনে কথা হয়েছে। সোমবারের মধ্যে চলে আসবে।”

সংবাদ সম্মেলনের পর অবশ্য জানা গেল, খুলনা টাইটানসের বিপক্ষে রংপুরের ম্যাচটি চলার সময়ই চলে এসেছে গেইলের অনাপত্তিপত্র। রংপুর তাই পরের ম্যাচেই মঙ্গলবার কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে পাবে গেইলকে।