উত্তরাঞ্চলকে হারিয়ে বিসিএল চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল

একার লড়াইয়ে কোনোমতে উত্তরাঞ্চলের ইনিংস পরাজয় এড়াতে পারলেন জিয়াউর রহমান। দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নিয়ে লক্ষ্যটা ছোট রাখলেন দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক। অনায়াস জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিসিএলের শিরোপা জিতল তার দল।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 27 Dec 2018, 06:35 AM
Updated : 27 Dec 2018, 09:32 AM

ষষ্ঠ ও শেষ রাউন্ডে দক্ষিণাঞ্চল জেতে ৯ উইকেটে। সাত আসরে এটি তাদের চতুর্থ শিরোপা।

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার ৫ উইকেটে ১৮৬ রান নিয়ে চতুর্থ ও শেষ দিন শুরু করা উত্তরাঞ্চল শুরুতেই হারায় ধীমান ঘোষকে। কিপার ব্যাটসম্যানকে ফেরানোর পর রাজ্জাক একে একে তুলে নেন সানজামুল ইসলাম, সাকলাইন সজীব ও ইবাদত হোসেনের উইকেট। চোটের জন্য ব্যাটিংয়ে নামেননি অধিনায়ক জহুরুল ইসলাম।

১৫ রান নিয়ে দিন শুরু করা জিয়া অপরাজিত থাকেন ৭৭ রানে। তার ১২১ বলের ইনিংসটি গড়া ছয় ছক্কা আর দুই চারে।

প্রথম ইনিংসে ৬৯ রানে ৭ উইকেট নেওয়া রাজ্জাক দ্বিতীয় ইনিংসে ৭৫ রানে নেন ৫ উইকেট। ক্যারিয়ারে ৩৮বার ইনিংসে পেলেন পাঁচ উইকেটের স্বাদ। দশমবারের মতো ম্যাচে পেলেন ১০ উইকেট। দারুণ বোলিংয়ে ম্যাচ সেরার পুরস্কার জেতেন অভিজ্ঞ এই স্পিনার।

৩৩ রানের ছোট লক্ষ্য ৭.১ ওভারে পেরিয়ে যায় দক্ষিণাঞ্চল। ২০ বলে দুই ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন এনামুল হক। ৭ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শাহরিয়ার নাফীস। ফজলে মাহমুদ দুই চারে অপরাজিত থাকেন ৮ রানে।

ছয় ম্যাচে ৩১.৮৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল দক্ষিণাঞ্চল। ২৯.১৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হল পূর্বাঞ্চল। ২৩.৩৭ পয়েন্ট নিয়ে মধ্যাঞ্চল তৃতীয় ও ১৮.৬১ পয়েন্ট নিয়ে উত্তরাঞ্চল চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল। 

সংক্ষিপ্ত স্কোর:

উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৯৩

দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৫৪১

উত্তরাঞ্চল ২য় ইনিংস: (আগের দিন শেষে ১৮৬/৫) ৮২.২ ওভারে ২৮০ (জিয়া ৭৭*, ধীমান ১৩, সানজামুল ২, সাকলাইন ৭, ইবাদত ৯, জহুরুল আহত অনুপস্থিত; শফিউল ১/৪৪, মনির ১/৩৮, মেহেদি ১/৯২, রাজ্জাক ৫/৭৫, নাহিদুল ১/২২)

দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩) ৭.১ ওভারে ৩৫/১ (এনামুল ২০*, শাহরিয়ার ৭, মাহমুদ ৮*; সানজামুল ০/১০, সাকলাইন ০/১৫, ধীমান ১/১০)

ফল: দক্ষিণাঞ্চল ৯ উইকেটে জয়ী

ম্যান অব দা ম্যাচ: আব্দুর রাজ্জাক

রোল অব অনার:

মৌসুম

চ্যাম্পিয়ন

রানার্সআপ

২০১২-২০১৩

মধ্যাঞ্চল

উত্তরাঞ্চল

২০১৩-২০১৪

দক্ষিণাঞ্চল

উত্তরাঞ্চল

২০১৪-২০১৫

দক্ষিণাঞ্চল

পূর্বাঞ্চল

২০১৫-২০১৬

মধ্যাঞ্চল

পূর্বাঞ্চল

২০১৬-২০১৭

উত্তরাঞ্চল

দক্ষিণাঞ্চল

২০১৭-২০১৮

দক্ষিণাঞ্চল

উত্তরাঞ্চল

২০১৮-২০১৯

দক্ষিণাঞ্চল

পূর্বাঞ্চল