উত্তরাঞ্চলকে হারিয়ে বিসিএল চ্যাম্পিয়ন দক্ষিণাঞ্চল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 27 Dec 2018 12:35 PM BdST Updated: 27 Dec 2018 03:32 PM BdST
একার লড়াইয়ে কোনোমতে উত্তরাঞ্চলের ইনিংস পরাজয় এড়াতে পারলেন জিয়াউর রহমান। দ্বিতীয় ইনিংসেও পাঁচ উইকেট নিয়ে লক্ষ্যটা ছোট রাখলেন দক্ষিণাঞ্চলের আব্দুর রাজ্জাক। অনায়াস জয়ে টানা দ্বিতীয়বারের মতো বিসিএলের শিরোপা জিতল তার দল।
ষষ্ঠ ও শেষ রাউন্ডে দক্ষিণাঞ্চল জেতে ৯ উইকেটে। সাত আসরে এটি তাদের চতুর্থ শিরোপা।
চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বৃহস্পতিবার ৫ উইকেটে ১৮৬ রান নিয়ে চতুর্থ ও শেষ দিন শুরু করা উত্তরাঞ্চল শুরুতেই হারায় ধীমান ঘোষকে। কিপার ব্যাটসম্যানকে ফেরানোর পর রাজ্জাক একে একে তুলে নেন সানজামুল ইসলাম, সাকলাইন সজীব ও ইবাদত হোসেনের উইকেট। চোটের জন্য ব্যাটিংয়ে নামেননি অধিনায়ক জহুরুল ইসলাম।
১৫ রান নিয়ে দিন শুরু করা জিয়া অপরাজিত থাকেন ৭৭ রানে। তার ১২১ বলের ইনিংসটি গড়া ছয় ছক্কা আর দুই চারে।

৩৩ রানের ছোট লক্ষ্য ৭.১ ওভারে পেরিয়ে যায় দক্ষিণাঞ্চল। ২০ বলে দুই ছক্কায় ২০ রানে অপরাজিত থাকেন এনামুল হক। ৭ রান করে এলবিডব্লিউ হয়ে ফিরে যান শাহরিয়ার নাফীস। ফজলে মাহমুদ দুই চারে অপরাজিত থাকেন ৮ রানে।
ছয় ম্যাচে ৩১.৮৮ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হল দক্ষিণাঞ্চল। ২৯.১৪ পয়েন্ট নিয়ে রানার্সআপ হল পূর্বাঞ্চল। ২৩.৩৭ পয়েন্ট নিয়ে মধ্যাঞ্চল তৃতীয় ও ১৮.৬১ পয়েন্ট নিয়ে উত্তরাঞ্চল চতুর্থ স্থানে থেকে টুর্নামেন্ট শেষ করল।
সংক্ষিপ্ত স্কোর:
উত্তরাঞ্চল ১ম ইনিংস: ২৯৩
দক্ষিণাঞ্চল ১ম ইনিংস: ৫৪১
উত্তরাঞ্চল ২য় ইনিংস: (আগের দিন শেষে ১৮৬/৫) ৮২.২ ওভারে ২৮০ (জিয়া ৭৭*, ধীমান ১৩, সানজামুল ২, সাকলাইন ৭, ইবাদত ৯, জহুরুল আহত অনুপস্থিত; শফিউল ১/৪৪, মনির ১/৩৮, মেহেদি ১/৯২, রাজ্জাক ৫/৭৫, নাহিদুল ১/২২)
দক্ষিণাঞ্চল ২য় ইনিংস: (লক্ষ্য ৩৩) ৭.১ ওভারে ৩৫/১ (এনামুল ২০*, শাহরিয়ার ৭, মাহমুদ ৮*; সানজামুল ০/১০, সাকলাইন ০/১৫, ধীমান ১/১০)
ফল: দক্ষিণাঞ্চল ৯ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: আব্দুর রাজ্জাক
রোল অব অনার:
মৌসুম | চ্যাম্পিয়ন | রানার্সআপ |
২০১২-২০১৩ | মধ্যাঞ্চল | উত্তরাঞ্চল |
২০১৩-২০১৪ | দক্ষিণাঞ্চল | উত্তরাঞ্চল |
২০১৪-২০১৫ | দক্ষিণাঞ্চল | পূর্বাঞ্চল |
২০১৫-২০১৬ | মধ্যাঞ্চল | পূর্বাঞ্চল |
২০১৬-২০১৭ | উত্তরাঞ্চল | দক্ষিণাঞ্চল |
২০১৭-২০১৮ | দক্ষিণাঞ্চল | উত্তরাঞ্চল |
২০১৮-২০১৯ | দক্ষিণাঞ্চল | পূর্বাঞ্চল |
-
উইন্ডিজে ওয়ানডে সিরিজে ‘ছুটি পাচ্ছেন’ সাকিব
-
মুমিনুলকে আবার উইন্ডিজে দেখতে চান বিসিবি প্রধান
-
পিজেএলে মেন্টর হলেন মিয়াঁদাদ-আফ্রিদি-মালিক-স্যামি
-
লায়নের ৫ উইকেটের পর চাপে অস্ট্রেলিয়াও
-
৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
-
র্যাঙ্কিংয়েও কোহলির রেকর্ড ভাঙলেন বাবর
-
উইন্ডিজের কেন্দ্রীয় চুক্তিতে সিলস-ম্যাককয়-স্মিথ
-
র্যাঙ্কিংয়ে খালেদ-শান্তর উন্নতি, পেছালেন সাকিব
সর্বাধিক পঠিত
- হুডার বিধ্বংসী সেঞ্চুরি, জুটির বিশ্ব রেকর্ড
- বাংলাদেশের বিপক্ষে উইন্ডিজ টি-টোয়েন্টি দলে পরিবর্তনের ছড়াছড়ি
- পদ্মা সেতু: যশোর তাকিয়ে কালনা সেতুর দিকে
- পিটিয়ে শিক্ষক খুন: আশুলিয়ার সেই ছাত্রের বাবা গ্রেপ্তার
- রুদ্ধশ্বাস উত্তেজনার ম্যাচে ভারতের বিপক্ষে পারল না আয়ারল্যান্ড
- ৬ বছর পর দক্ষিণ আফ্রিকা দলে ফিরলেন রুশো
- স্বামীর মরদেহ দেখে স্ত্রীর মৃত্যু, এরপর অসুস্থ ছেলে হাসপাতালে
- চিকিৎসক অদিতি সরকারকে বাঁচানো গেল না
- ‘ধর্মানুভূতিতে আঘাত’: ভয়ের সংস্কৃতি প্রভাব ফেলছে শ্রেণিকক্ষে
- গ্রামীণফোনের নতুন সিম বিক্রিতে নিষেধাজ্ঞা