সাকিব-ব্র্যাথওয়েট ও দুই দলের শাস্তি

প্রথম টি-টোয়েন্টিতে আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ জানিয়ে শাস্তি পেয়েছিলেন সাকিব আল হাসান। শাস্তি পেতে হলো পরের ম্যাচেও। তবে এবার দায় শুধু বাংলাদেশ অধিনায়কের একার নয়। মন্থর ওভাররেটের কারণে বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ দ্বিতীয় টি-টোয়েন্টিতে শাস্তি পেতে হচ্ছে দুই দলের সবাইকে। নিয়ম অনুযায়ী দুই অধিনায়কের শাস্তি বেশি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2018, 06:17 PM
Updated : 21 Dec 2018, 06:17 PM

এই ম্যাচ ৩৬ রানে জিতে বাংলাদেশ সমতা ফিরিয়েছে সিরিজে। তবে দেরির সব কারণ বিবেচনায় নেওয়ার পরও নির্ধারিত সময়ে এক ওভারের ঘাটতি ছিল বাংলাদেশ দলের। অধিনায়ক সাকিবের জরিমানা হয়েছে ম্যাচ ফির ২০ শতাংশ; দলের বাকি সবার জরিমানা ১০ শতাংশ।

আগামী এক বছরের মধ্যে আবার বাংলাদেশের ওভাররেট মন্থর হলে এবং সেই ম্যাচের নেতৃত্বে সাকিব থাকলে, নিষেধাজ্ঞার মুখোমুখি হবেন এই অলরাউন্ডার।

দেরির সব কারণ বিবেচনায় নেওয়ার পর নির্ধারিত সময়ের চেয়ে দুই ওভারের ঘাটতি ছিল ওয়েস্ট ইন্ডিজ দলের। অধিনায়ক কার্লোস ব্র্যাথওয়েটকে তাই জরিমানা গুনতে হবে ম্যাচ ফির ৪০ শতাংশ; তার সতীর্থদের জরিমানা ২০ শতাংশ। যথারীতি আগামী এক বছরের মধ্যে ওভাররেট আবার মন্থর হলে ও ব্র্যাথওয়েটই অধিনায়ক থাকলে, তাকে পেতে হবে নিষেধাজ্ঞা।

মাঠের আম্পায়ারদের আনা অভিযোগ ম্যাচ শেষে মেনে নেন দুই দলের অধিনায়কই। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

শনিবার সিরিজ নির্ধারণী শেষ টি-টোয়েন্টিতে মুখোমুখি হবে দুই দল।