রাজশাহীকে জেতালেন রেজা-শফিউল-মুক্তার
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 25 Oct 2018 06:27 PM BdST Updated: 25 Oct 2018 06:27 PM BdST
তিন দিনেও দুই দলের একটি করে ইনিংস শেষ হয়নি। এমন ম্যাচে জয় আশা করাটা বেশ কঠিন। তবে সেই কাজটি সহজেই করে দেখিয়েছে রাজশাহী। ফরহাদ রেজা, শফিউল ইসলাম ও মুক্তার আলীর দারুণ বোলিংয়ে দ্বিতীয় ইনিংসে খুলনাকে গুঁড়িয়ে দিয়ে দারুণ এক জয় তুলে নিয়েছে তারা।
এনসিএলের চতুর্থ রাউন্ডে জহুরুল ইসলামের দল জিতেছে ৮ উইকেটে। চতুর্থ ও শেষ দিনে ৩৭ রানের লক্ষ্য মাত্র ৪.৪ ওভারে ছুঁয়ে ফেলে রাজশাহী।
মিজানুর রহমান ও সাব্বির রহমানকে দ্রুত ফিরিয়ে দেন পেসার আল আমিন হোসেন। মাইশুকুর রহমানকে নিয়ে বাকিটা সহজেই সারেন জহুরুল। তিন চারে ৬ বলে ১৫ রানে অপরাজিত থাকেন অধিনায়ক।
এর আগে খুলনার শেখ আবু নাসের স্টেডিয়ামে বৃহস্পতিবার ৯ উইকেটে ৪১৮ রান নিয়ে খেলা শুরু করে স্বাগতিক দল। দ্বিতীয় দিনের প্রথম সেশনে শুরু হওয়া খুলনার প্রথম ইনিংস শেষ হয় চতুর্থ দিনের সকালে।
সাকলাইন সজীবকে ফিরিয়ে ৪৩১ রানে খুলনাকে থামান জিয়াউর রহমান। ১৩ রানে অপরাজিত থাকেন শফিউল ইসলাম।
১২২ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা খুলনা গুটিয়ে যায় মাত্র ১৫৮ রানে। ১০ উইকেট ভাগ করে নেন তিন পেসার রেজা, শফিউল ও মুক্তার।
তেমন কোনো জুটি গড়তে পারেনি খুলনা। দুই অঙ্কে যাওয়া ছয় ব্যাটসম্যানের কেউ পারেননি দলকে এগিয়ে নিতে।
শুরুতেই এনামুল হককে এলবিডব্লিউ করে ফেরান শফিউল। অন্য ওপেনার রবিউল ইসলাম রবিকে বোল্ড করে দেন ফরহাদ রেজা। দুই অঙ্কে গিয়ে বিদায় নেন মেহেদি হাসান, নুরুল হাসান ও তুষার ইমরান।
শেষের দিকে কিছুটা প্রতিরোধ গড়া মইনুল ইসলামকে ফিরিয়ে দেন মুক্তার। ৩০ রানে অপরাজিত থাকেন নাহিদুল ইসলাম।
২৬ রানে ৪ উইকেট নেন রেজা। দুই ইনিংস মিলিয়ে ৭ উইকেট নেওয়া এই পেসার জেতেন ম্যাচ সেরার পুরস্কার। মুক্তার ও শফিউল নেন তিনটি করে উইকেট।
বোলারদের নৈপুণ্যে ছোট লক্ষ্য পাওয়া রাজশাহী বাকিটা সারে সহজেই।
সংক্ষিপ্ত স্কোর:
খুলনা ১ম ইনিংস: ৩০৭
রাজশাহী ১ম ইনিংস: (তৃতীয় দিন শেষে ৪১৮/৯) ১৫৫.৩ ওভারে ৪৩১ (শফিউল ১৩*, সাকলাইন ৮; আল আমিন ২/৭৭, রবিউল ০/৫৬, মইনুল ২/৬৩, সৌম্য ২/৫৬, আফিফ ১/৪৭, নাহিদুল ০/৬০, মেহেদি ১/৩০, জিয়াউর ১/২৪, তুষার ০/৬)।
খুলনা ২য় ইনিংস: ৬১ ওভারে ১৫৮ (রবি ২৪, এনামুল ৭, মেহেদি ১৯, নুরুল ২২, তুষার ১৯, জিয়া ১, আফিফ ২, নাহিদুল ৩০*, মইনুল ২৩, রবিউল ০, আল আমিন ১; শফিউল ৩/৫৯, সাকলাইন ০/৩, সানজামুল ০/২৩, রেজা ৪/২৬, ফরহাদ ০/১৬, মুক্তার ৩/১৩, সাব্বির ০/১০)
রাজশাহী ২য় ইনিংস: (লক্ষ্য ৩৭) ৪.৪ ওভারে ৩৭/২ (মাইশুকুর ৭*, মিজানুর ৭, সাব্বির ৬, জহুরুল ১৫*; আল আমিন ২/১৭, জিয়া ০/২০)
ফল: রাজশাহী ৮ উইকেটে জয়ী
ম্যান অব দা ম্যাচ: ফরহাদ রেজা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
ইংল্যান্ড-ভারত টেস্টে বর্ণবাদী আচরণের অভিযোগ
-
এক স্পিনারকে হারিয়ে তিন স্পিনার দলে নিল শ্রীলঙ্কা
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
-
হারের পর মন্থর ওভার রেটের ধাক্কা ভারতের
-
সেঞ্চুরির রেকর্ডে সাটক্লিফ-হ্যামন্ডদের সঙ্গী রুট
-
রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
-
‘ট্রিপল’ কীর্তিতে সোবার্স, ক্যালিস, বোথামদের পাশে অ্যান্ডারসন
-
কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
সর্বাধিক পঠিত
- নিজের গায়ে আগুন দেওয়া গাজী আনিসকে বাঁচানো গেল না
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- ফেইসবুকে ধর্ম নিয়ে মন্তব্য: স্কুল শিক্ষকের ৮ বছরের কারাদণ্ড
- বেয়ারস্টো-রুটের ব্যাটে রেকর্ড গড়ার পথে ইংল্যান্ড
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- দিনে বিদ্যুৎ যাচ্ছে কয়েকবার
- গায়ে আগুন দিয়ে আত্মহত্যা: হেনোলাক্স গ্রুপের মালিকের বিরুদ্ধে মামলা
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- কোহলির রেকর্ড ভেঙে বাবর বললেন, ‘পরিশ্রমের ফসল’
- পদ্মা সেতুর পর যাত্রী হারিয়েছে খুলনার ট্রেন, নেই ‘ঈদ স্পেশাল’