জাতীয় ক্রিকেট লিগ সোমবার থেকে

দেশের প্রথম শ্রেণির ক্রিকেটের সবচেয়ে পুরানো টুর্নামেন্ট জাতীয় ক্রিকেট লিগ বা এনসিএলের ২০তম আসর শুরু হতে যাচ্ছে সোমবার থেকে। এবার হোম ও অ্যাওয়ে ভিত্তিতে খেলবে দলগুলো।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 29 Sept 2018, 11:44 AM
Updated : 29 Sept 2018, 11:44 AM

১ অক্টোবর শুরু হয়ে টুর্নামেন্ট শেষ হবে ৮ নভেম্বর। ৩৯ দিনে ক্রিকেটারদের খেলতে হবে ৬টি ম্যাচ। প্রতিটি রাউন্ডের মাঝে বিরতি তিন দিন করে।   

আগামী ১৬ অক্টোবর বাংলাদেশ সফরে আসবে জিম্বাবুয়ে দল। এর মধ্যেও চলবে জাতীয় লিগের খেলা। 

জিম্বাবুয়ে সিরিজের জন্য ঢাকা ও চট্টগ্রামে লিগের কোনো ম্যাচ রাখা হয়নি। এবারের আসরে খেলা হবে রাজশাহী, বগুড়া, সিলেট, বরিশাল, খুলনা, রংপুর, ফতুল্লা ও কক্সবাজারে।

প্রথম স্তরে গতবারের চ্যাম্পিয়ন খুলনার সঙ্গী রংপুর, বরিশাল ও দ্বিতীয় স্তর থেকে উঠে আসা রাজশাহী। দ্বিতীয় স্তরে চট্টগ্রাম, সিলেট ও ঢাকা মেট্রোর সঙ্গী প্রথম স্তর থেকে নেমে যাওয়া ঢাকা।

প্রথম রাউন্ডে প্রথম স্তরে রাজশাহীতে স্বাগতিকদের মুখোমুখি হবে খুলনা। বগুড়ায় বরিশালের বিপক্ষে খেলবে রংপুর।

প্রথম রাউন্ডে দ্বিতীয় স্তরে ফতুল্লায় চট্টগ্রামের প্রতিপক্ষ ঢাকা। সিলেটে স্বাগতিকদের বিপক্ষে খেলবে ঢাকা মেট্রো।