অনূর্ধ্ব-১৯ দলে লেগ স্পিনার রিশাদ

সম্ভাবনাময় লেগ স্পিনিং অলরাউন্ডার রিশাদ হোসেন ডাক পেয়েছেন অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপের প্রাথমিক দলে। যুব এশিয়া কাপের দলে জায়গা পেয়েছেন বাঁহাতি পেসার শরিফুল ইসলাম।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 28 August 2018, 05:10 PM
Updated : 28 August 2018, 05:33 PM

সেপ্টেম্বরে চট্টগ্রাম ও কক্সবাজারে হবে এবারের যুব এশিয়া কাপ। তার প্রস্তুতির জন্য ৩০ অগাস্ট থেকে ১৪ সেপ্টেম্বর চট্টগ্রামে ক্যাম্প করবে অনূর্ধ্ব-১৯ দল।

২৩ সদস্যের দলে ওপেনার চার জন। বিশেষজ্ঞ স্পিনার তিন জন। তাদের একজন লেগ স্পিনার, অন্য দুই জন বাঁহাতি স্পিনার।

তিন পেস বোলিং অলরাউন্ডার ও এক অফ স্পিনিং অলরাউন্ডারের সঙ্গী রিশাদ। পেস বোলিংয়ে শরিফুলের সঙ্গী আরও চারজন। 

গত যুব বিশ্বকাপে খেলা তৌহিদ হৃদয় ডাক পেয়েছেন প্রাথমিক দলে। মিডল অর্ডারে তার সঙ্গী আরও ছয় জন।  

অনূর্ধ্ব-১৯ দল: প্রান্তিক নওরোজ, সাজিদ হাসান, প্রিতম কুমার, তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তৌহিদ হৃদয়, মাহমুদুল হাসান জয়, অমিত হাসান, শামিম পাটোয়ারি, আকবর আলী, রকিবুল হাসান, মিনহাজুর রহমান, নাঈম হাসান সাকিব, শাহাদাত হোসেন দিপু, রিশাদ হোসেন, মৃত্যুঞ্জয় চৌধুরী, অভিষেক দাস অরন্য, তানজিল হোসেন সাকিব, রুয়েল আহমেদ, শরিফুল ইসলাম, আসাদুল্লাহ হিল গালিব, শাহিন আলম, মেহেদী হাসান।