তৃতীয় টেস্টের দলে নির্দোষ প্রমাণিত স্টোকস

মারামারির ঘটনায় নির্দোষ প্রমাণিত হয়েছেন বেন স্টোকস। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে খেলতে দলের সঙ্গে যোগ দিবেন এই ইংলিশ অলরাউন্ডার।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 August 2018, 04:20 PM
Updated : 14 August 2018, 04:20 PM

ব্রিস্টলে গত ২৫ সেপ্টেম্বর গভীর রাতে মারামারির ঘটনায় গ্রেপ্তার হয়েছিলেন স্টোকস। গত ৬ অগাস্ট আদালতে শুরু হয় শুনানি।

মঙ্গলবার রায়ে স্টোকসকে নির্দোষ ঘোষণার সময় কান্নায় ভেঙে পড়েন তার স্ত্রী। কিছুক্ষণ চোখ বন্ধ করে রাখা ইংলিশ অলরাউন্ডার ছিলেন শান্ত।

এজবাস্টনে প্রথম টেস্টে ইংল্যান্ডের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখা স্টোকস শুনানির জন্য খেলতে পারেননি লর্ডসে। দ্বিতীয় টেস্টে তার জায়গায় সুযোগ পেয়ে ব্যাটে-বলে আলো ছড়ান আরেক অলরাউন্ডার ক্রিস ওকস।

লর্ডস টেস্টের ম্যাচ সেরা ওকসকে রেখে ট্রেন্ট ব্রিজ টেস্টের জন্য ১৩ সদস্যের দল ঘোষণা করে ইংল্যান্ড। তবে দুয়ার খোলা রাখা হয় স্টোকসের জন্যও। নির্দোষ প্রমাণিত হওয়ার পর দলে যোগ করা হয়েছে এই অলরাউন্ডারও। আগামী শনিবার শুরু হবে তৃতীয় টেস্ট।

ইংল্যান্ড টেস্ট দল: জো রুট (অধিনায়ক), অ্যালেস্টার কুক, কিটন জেনিংস, অলিভার পোপ, জনি বেয়ারস্টো (উইকেটরক্ষক), জস বাটলার, ক্রিস ওকস, স্যাম কারান, আদিল রশিদ, স্টুয়ার্ট ব্রড, জেমস অ্যান্ডারসন, মইন আলি, জেমি পোর্টার, বেন স্টোকস।