ওয়ানডে অভিষেকে নেদারল্যান্ডসের কাছে নেপালের হার

নেদারল্যান্ডসের বিপক্ষ বোলাররা লক্ষ্যটা রেখেছিলেন ধরা ছোঁয়ার মধ্য। কিন্তু উপলক্ষটা রাঙাতে পারেননি ব্যাটসম্যানরা। ভালো শুরুর পরও দিক হারিয়ে নিজেদের অভিষেক ওয়ানডেতে নেদারল্যান্ডসের কাছে হেরে গেছে নেপাল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 1 August 2018, 05:15 PM
Updated : 1 August 2018, 05:15 PM

প্রথম ওয়ানডে ৫৫ রানে জিতে দুই ম্যাচের সিরিজে এগিয়ে নেদারল্যান্ডস। ১৯০ রানের লক্ষ্য তাড়ায় ১৩৪ রানে গুটিয়ে যায় কদিন আগে ওয়ানডে মর্যাদা পাওয়া নেপাল।

টস জিতে বুধবার ব্যাটিংয়ে নেমে নেদারল্যান্ডসকে দুইশ রানের কাছাকাছি নিয়ে যান মাইকেল রিপন। দক্ষিণ আফ্রিকায় জন্ম নেওয়া এই অলরাউন্ডার ৭৬ বলে দুটি চারে করেন ৫১ রান। তার সঙ্গে ৬৮ রানের জুটি গড়া তরুণ অলরাউন্ডার বাস ডে লিডে ফিরেন ৩০ রান করে।

স্বাগতিকদের সাত ব্যাটসম্যান যান দুই অঙ্কে। তার মধ্যে পঞ্চশ ছুঁতে পেরেছেন কেবল রিপন।

২৬ রানে ৪ উইকেট নেন নেপাল অধিনায়ক পরশ খাড়কা। সোমপাল কামি ৩ উইকেট নেন ৩৪ রানে।

ছোট রান তাড়ায় অনিল সাহর সঙ্গে ৫৮ রানের উদ্বোধনী জুটিতে দলকে ভালো শুরু এনে দেন জ্ঞানেন্দ্র মাল্লা। শুরুর জুটি ভাঙার পর দিক হারায় নেপাল। নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি আর ম্যাচে ফিরতে পারেনি।

৬১ বলে আট চারে ৫১ রান করে ফিরে যান মাল্লা। মিডল অর্ডার ব্যাটসম্যান দিপেন্দ্র আইরি করেন ৩৩ রান। নেপালের শেষ সাত ব্যাটসম্যানের কেউ দুই অঙ্কে যেতে পারেননি। তাদের চার জন ফিরেন শূন্য রানে।

নেদারল্যান্ডসের পিটার সিলার, রিপন ও ফ্রেড ক্লাসেন নেন তিনটি করে উইকেট।

আগামী শুক্রবার হবে দ্বিতীয় ও শেষ ওয়ানডে।  

সংক্ষিপ্ত স্কোর:

নেদারল্যান্ডস: ৪৭.৪ ওভারে ১৮৯ (মাইবার্গ ২৯, দানিয়েল ১, কুপার ২০, বারেসি ১২, ডে লিডে ৩০, রিপন ৫১, সিলার ৫, এডওয়ার্ডস ১৮, স্নাটার ০, ক্লাসেন ১১, মিকেরেন ৩*; কামি ৩/৩৪, কারান ১/৩৮, খাড়কা ৪/২৬, লামিছানে ১/৪২, রেগমি ১/২৮, গাউচান ০/১৫)

নেপাল: ৪১.৫ ওভারে ১৩৪ (মাল্লা ৫১, সাহ ২১, খাড়কা ১২, আইরি ৩৩, আরিফ ০, কামি ০, রেগমি ০, গাউচান ৯*, কারান ০, লামিছানে ১, শারদ ৪; মিকেরেন ০/৩১, ক্লাসেন ৩/৩০, স্নাটার ০/২২, রিপন ৩/২৩, সিলার ৩/২০, বারেসি ০/৪, ডে লিডে ১/৩)

ফল: নেদারল্যান্ডস ৫৫ রানে জয়ী