পাকিস্তানের লড়াইয়েও ইংল্যান্ডের বড় লিড

যেন বিন্দু বিন্দুতে সিন্ধু গড়ার চেষ্টা। ৪০ স্পর্শ করলেন ইংল্যান্ডের তিন ব্যাটসম্যান। আরও চার জন ছাড়ালেন ২০। কিন্তু কেউই যেতে পারেননি পঞ্চাশ পর্যন্ত। বড় ইনিংস নেই, খুব দাপুটে পারফরম্যান্সও নয়। বল হাতে লড়াই চালিয়ে গেছে পাকিস্তান। তবে ওই ছোট ছোট অবদানেই ইংল্যান্ডের রান পেরিয়েছে তিনশ, লিড পেরিয়ে গেছে ১২০।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 June 2018, 06:41 PM
Updated : 2 June 2018, 06:41 PM

পাকিস্তানের বিপক্ষে হেডিংলি টেস্টের দ্বিতীয় দিন শেষে ১২৮ রানে এগিয়ে গেছে ইংল্যান্ড। শনিবার বৃষ্টির কারণে খেলা শুরু হয় প্রায় চার ঘণ্টা দেরিতে। ইংল্যান্ড দিন শেষ করেছে প্রথম ইনিংসে ৭ উইকেটে ৩০২ রান তুলে।

২ উইকেটে ১০৬ রান নিয়ে দিন শুরু করেছিল ইংল্যান্ড। আগের দিন ৪৬ রানে ফিরেছিলেন অ্যালেস্টার কুক। এ দিনও পঞ্চাশের কাছে গিয়ে ফেরেন অধিনায়ক জো রুট ও নাইটওয়াচম্যান ডমিনিক বেস।

আগের দিনের জুটিকে এদিন আরও বেশ কিছুক্ষণ টেনে নেন রুট ও বেস। তবে আবারও থিতু হওয়ার পর ইনিংস বড় করতে ব্যর্থ রুট। বারবার পঞ্চাশ পেরিয়ে আউট হওয়া ইংলিশ অধিনায়ক কাটা পড়েছেন ফিফটির আগেই (৪৫)।

স্পিনার হিসেবে ইংল্যান্ড দলে আসা বেস আবারও প্রমাণ দেন তার ব্যাটিং সামর্থ্যের। আগের টেস্টে অভিষেকে করেছিলেন ফিফটি। এবার নাইটওয়াচম্যান হিসেবে সুবাস পাচ্ছিলেন ফিফটির। খেলেন দারুণ কিছু শট। তবে ৪৯ রানে তাকে ফেরান লেগ স্পিনার শাদাব খান। লেংথ থেকে হঠাৎ বাড়তি লাফানো বলে স্লিপে রিফ্লেক্স ক্যাচ নিয়েছেন আসাদ শফিক।

পরের ব্যাটসম্যান ও জুটিগুলোর গল্প একই। যখনই মনে হয়েছে কোনো ব্যাটসম্যান দারুণ খেলছেন, যখনই কোনো জুটিকে মনে হয়েছে বড় কিছুর পথে, তখনই হারাতে হয়েছে উইকেট। সেই পথের পথিক ডাভিদ মালান, জনি বেয়ারস্টোরা।

আগের দিন ব্যাটিংয়ে ব্যর্থ পাকিস্তান এদিন ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে বল হাতে। ইংল্যান্ড যদিও লিড নিয়েছে, তবে তাদের পুরোপুরি ভাবে লাগাম নিতে দেননি আমির, ফাহিম, আব্বাসরা। উইকেট তুলে নিতে পেরেছেন মোটামুটি নিয়মিত বিরতিতে। উইকেটের পেছনে অধিনায়ক সরফরাজ নিয়েছেন ৫টি ক্যাচ।

ইংল্যান্ডের ভরসা ও পাকিস্তানের বাধা হয়ে এখন উইকেটে আছেন জস বাটলার। আগের টেস্টে দারুণ খেলা ব্যাটসম্যান এদিনও খেলছেন আস্থায়। তার ব্যাটেই হয়তো নির্ভর করবে প্রথম ইনিংসে ইংল্যান্ডের লিডের আকার।

সংক্ষিপ্ত স্কোর:

পাকিস্তান ১ম ইনিংস: ১৭৪

ইংল্যান্ড ১ম ইনিংস: ৯৬ ওভারে ৩০২/৭ (আগের দিন ১০৬/২) (কুক ৪৬, জেনিংস ২৯, রুট ৪৫, বেস ৪৯, মালান ২৮, বেয়ারস্টো ২১, বাটলার ৩৪*, ওকস ১৭, কারান ১৬*; আমির ২/৬৪, আব্বাস ১/৬০, হাসান ১/৬৮, ফাহিম ২/৪৩, শাদাব ১/৫০)।