দশ টেস্টেই সেরা দশে মারক্রাম

টেস্ট ইতিহাসে দশম ব্যাটসম্যান হিসেবে ক্যারিয়ারে প্রথম দশ টেস্টেই স্পর্শ করেছেন হাজার রান। এই ধারাবাহিকতা এইডেন মারক্রামকে র‌্যাঙ্কিংয়েও তুলে আনল নতুন উচ্চতায়। মাত্র ১০ টেস্ট খেলেই আইসিসি টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন তরুণ প্রোটিয়া ব্যাটসম্যান।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 April 2018, 05:44 PM
Updated : 4 April 2018, 05:44 PM

অস্ট্রেলিয়ার বিপক্ষে সদ্য সমাপ্ত জোহানেসবার্গ টেস্টে ১৫২ রানের দুর্দান্ত ইনিংস খেলেছেন মারক্রাম। দ্বিতীয় ইনিংসে করেছেন ৩৭। এই পারফরম্যান্স তাকে এগিয়ে নিয়েছে ৬ ধাপ। উঠে এসেছেন টেস্ট ব্যাটসম্যানদের র‌্যাঙ্কিংয়ের নয়ে।

১০ টেস্টে ৪ সেঞ্চুরি ও ৩ ফিফটিতে মারক্রামের রান এখন ঠিক ১ হাজার, গড় ৫৫.৫৫। ২০১৪ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকাকে শিরোপা জয়ে নেতৃত্ব দেওয়া এই ব্যাটসম্যান এর মধ্যে জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার স্বাদও পেয়েছেন। মূল অধিনায়কের অনুপস্থিতিতে ভারতের বিপক্ষে ৫টি ওয়ানডেতে অধিনায়কত্ব করেছেন ২৩ বছর বয়সী ওপেনার।

ব্যাটসম্যানদের শীর্ষে এখনও আছেন নিষিদ্ধ হওয়া স্টিভেন স্মিথ। দুইয়ে বিরাট কোহলি। এক ধাপ এগিয়ে জো রুট উঠেছেন তিনে।

জোহানেসবার্গ টেস্টে ৫১ রানে ৯ উইকেট নিয়ে ভার্নন ফিল্যান্ডার এগিয়েছেন ৬ ধাপ। উঠে এসেছেন আইসিসি টেস্ট বোলারদের র‌্যাঙ্কিংয়ে তিনে। শীর্ষে আগের মতোই কাগিসো রাবাদা, দুইয়ে জিমি অ্যান্ডারসন।

ফিল্যান্ডার অলরাউন্ডারদের র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ এগিয়ে উঠেছেন তিনে। দুইয়ে আগের মতোই রবীন্দ্র জাদেজা, শীর্ষে সাকিব আল হাসান।

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজ ৩-১ ব্যবধানে হেরে দলীয় র‌্যাঙ্কিংয়ে অস্ট্রেলিয়া নেমে গেছে চারে। ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ ১-০তে জিতে নিউ জিল্যান্ড উঠেছে তিনে। বাৎসরিক পরিক্রমার প্রাইজমানিতেও তাই বদলেছে প্রাপ্তির অঙ্ক। আইসিসির বিবেচনায় নেওয়া শেষ সময় ৩ এপ্রিল, র‌্যাঙ্কিংয়ের তিনে থাকা দলের প্রাইজমানি ২ লাখ ডলার, চারে থাকা দল পাবে অর্ধেক।

শীর্ষ দল হিসেবে আগেই ১০ লাখ ডলার নিশ্চিত করেছে ভারত, দ্বিতীয় স্থানে থেকে থেকে দক্ষিণ আফ্রিকার ৫ লাখ ডলার প্রাপ্তিও নিশ্চিত হয়েছে আগে।