সাকিবের বিশ্বাস, মানিয়ে নিতে পারবে বাংলাদেশ

সেমি-ফাইনালে পরিণত হওয়া প্রাথমিক পর্বের শেষ ম্যাচে নিজেদের উজাড় করে দিয়ে জিতেছে বাংলাদেশ। এমন ম্যাচ জেতার পর এক দিনের বিরতি নিয়েই আবার মাঠে নামতে হচ্ছে সাকিব আল হাসানের দলকে। অধিনায়কের বিশ্বাস, ক্লান্তিকে জয় করে ফাইনালে নিজেদের সেরাটা দিতে পারবে বাংলাদেশ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 17 March 2018, 03:52 PM
Updated : 17 March 2018, 04:21 PM

আর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার ত্রিদেশীয় সিরিজের ফাইনালে খেলবে বাংলাদেশ।  শুক্রবার রাতে টানটান উত্তেজনার ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কাকে হারিয়ে শিরোপা লড়াইয়ে উঠে সাকিবের দল।

নিজেদের নিংড়ে দেওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে আরেকটি ম্যাচ খেলা খুব সহজ নয়। সেটা যদি হয় ফাইনালের মতো আরও বড় চাপের ম্যাচ, তা হলে তো নয়ই। তবে সাকিব আশাবাদী, শতভাগ প্রস্তুত হয়ে মাঠে নামতে পারবেন তারা।     

“আমার মনে হয় না, অতটা কঠিন কোনো ব্যাপার। আমাদের জন্য, হ্যাঁ এটা গুরুত্বপূর্ণ একটা ম্যাচ। একই সঙ্গে এটা (কেবল) আরেকটা ম্যাচ। যেটা আমরা জেতার জন্য মাঠে নামব। সর্বোচ্চ চেষ্টা করব জেতার।”