মাহমুদ, মেনারিয়া জেতালেন খেলাঘরকে

ক্যারিয়ার সেরা বোলিংয়ে ব্রাদার্স ইউনিয়নকে কম রানে গুটিয়ে দিলেন হাসান মাহমুদ। ছোট লক্ষ্য তাড়ায় তালগোল পাকানো দলকে পথ দেখালেন অশোক মেনারিয়া। তার ফিফটিতে জয় পেল খেলাঘর সমাজ কল্যাণ সমিতি।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 March 2018, 12:50 PM
Updated : 4 March 2018, 12:50 PM

ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের সপ্তম রাউন্ডের ম্যাচে খেলাঘরের জয়টি ৩ উইকেটের। ব্রাদার্সের ১৮৭ রান ৩ বল বাকি থাকতে পেরিয়ে যায় তারা।

ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে সেভাবে কখনো গতি পায়নি ব্রাদার্সের ইনিংস। প্রথম সাত ব্যাটসম্যানের পাঁচ জন যান দুই অঙ্কে। তাদের মধ্যে ত্রিশ ছাড়ান মাত্র দুই জন।

৮৩ বলে ৬৬ রান করেন অধিনায়ক অলক কাপালী। ৩৩ রানে অপরাজিত থাকেন সোহরাওয়ার্দী শুভ।

তরুণ পেসার হাসান ৩ উইকেট নেন ২৪ রানে। মইনুল ইসলাম ২ উইকেট নেন ৪৮ রানে।

ছোট রান তাড়ায় সাদিকুর রহমান ও রাফসান আল মাহমুদের ৬৭ রানের উদ্বোধনী জুটিতে শুরুটা ভালো হয় খেলাঘরের। কিন্তু দলের সংগ্রহ একশ ছোঁয়ার আগেই চার উইকেট হারিয়ে চাপে পড়ে দলটি।

মইনুলের সঙ্গে মেনারিয়ার ৬০ রানের জুটিতে ঘুরে দাঁড়ায় খেলাঘর। দলকে জয়ের খুব কাছে নিয়ে ফিরেন ভারতীয় ব্যাটসম্যান মেনারিয়া। ৫৫ রানের দায়িত্বশীল ইনিংসে তিনি জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

বাকিটা মোহাম্মদ সাদ্দামকে নিয়ে সারেন নাজিম উদ্দিন। সাত ম্যাচে খেলাঘর পেল চতুর্থ জয়। সমান ম্যাচে এটি ব্রাদার্সের চতুর্থ হার।

সংক্ষিপ্ত স্কোর:

ব্রাদার্স ইউনিয়ন: ৪৬ ওভারে ১৮৭ (মিজানুর ৬, মাইশুকুর ১০, জুনায়েদ ২১, দেবব্রত ২১, কাপালী ৬৬, ইয়াসির ৯, শুভ ৩৩, ইফতেখার ৫, রানা ২, শাখাওয়াত ১. খালেদ ০; মাহমুদ ৩/২৪, সাদ্দাম ১/৩০, মাসু, ১/২০, রাফসান ০/২৬, তানভীর ০/৩২, মইনুল ২/৪৮)

খেলাঘর সমাজ কল্যাণ সমিতি: ৪৯.৩ ওভারে ১৮৮/৭ (সাদিকুর ৩৫, রাফসান ৩০, মাহিদুল ৭, অমিত ১৮, মেনারিয়া ৫৫, মইনুল ২২, মাসুম ৬, নাজিম ৫*, সাদ্দাম ২*; খালেদ ১/৩৮, ইফতেখার ০/৩৫, রানা ২/৪২, শাখাওয়াত ১/২৮, কাপালী ১/২৪, শুভ ২/১৮)

ফল: খেলাঘর সমাজ কল্যাণ সমিতি ৩ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: অশোক মেনারিয়া