চারশ ছাড়িয়ে অস্ট্রেলিয়ার লিড

বোলিং হলো দারুণ, ফিল্ডিং দুর্দান্ত। তৃতীয় দিনে দারুণ লড়াই করল দক্ষিণ আফ্রিকা। ডানা মেলতে দিল না অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানদের। কিন্তু সর্বনাশের অনেকটা হয়ে গেছে যে প্রথম ইনিংসেই। দিনটি দক্ষিণ আফ্রিকার হলেও তাই ম্যাচে এগিয়ে অস্ট্রেলিয়াই। লিড তাদের ছাড়িয়ে গেছে চারশ।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 3 March 2018, 04:43 PM
Updated : 3 March 2018, 04:43 PM

ডারবান টেস্টে প্রথম ইনিংসে ১৮৯ রানের লিড নিয়ে তৃতীয় দিন শুরু করেছিল অস্ট্রেলিয়া। আলোকস্বল্পতায় শনিবার খেলা হয়েছে এদিন ৭১.৪ ওভার। অস্ট্রেলিয়ার রান ৯ উইকেটে ২১৩। লিড ৪০২ রানের।

দ্বিতীয় ইনিংসের শুরুটা অস্ট্রেলিয়া করেছিল ভালো। ক্যামেরন ব্যানক্রফট ও ডেভিড ওয়ার্নার উদ্বোধনী জুটিতে ছাড়িয়ে যান পঞ্চাশ।

২৮ রান করা ওয়ার্নারকে ফিরিয়ে দক্ষিণ আফ্রিকার ফেরার শুরু। ভাঙে ৫৬ রানের উদ্বোধনী জুটি। তিনে নামা উসমান খাওয়াজা উইকেট বিলিয়ে আসেন কেশভ মহারাজকে রিভার্স সুইপ করতে গিয়ে।

দলে জায়গা টিকিয়ে রাখতে কিছু রান খুব করে চাইছিলেন ব্যানক্রফট। বড় কিছু এবারও করতে পারেননি এই ওপেনার। তবে ১০ চারে ৫৩ রানের ইনিংসে আপাতত নিশ্চিত করেছেন জায়গা ধরে রাখা। তাকেও ফিরিয়েছে মহারাজের বাঁহাতি স্পিন।

মিডল অর্ডারে স্টিভেন স্মিথ ও শন মার্শ সম্ভাবনা জাগিয়েছিলেন বড় কিছুর। কিন্তু পারেননি কেউই। ম্যাচে দ্বিতীয়বার থিতু হয়েও বড় রান করতে পারলেন না স্মিথ। ৩৮ তাকে ফিরিয়েছেন অনিয়মিত স্পিনার ডিন এলগার। শন মার্শ ফিরেছেন ৩৩ রানে।

প্রথম ইনিংসের নায়ক মিচেল মার্শ দ্বিতীয় ইনিংসে ব্যর্থ। প্রোটিয়াদের দারুণ বোলিংয়ে এবার লোয়ার অর্ডার থেকেও খুব বেশি রান পায়নি অস্ট্রেলিয়া।

প্রথম ইনিংসে ৫ উইকেটের পর মহারাজ এবার নিয়েছেন ৩ উইকেট। ক্যারিয়ারের শেষ সিরিজের প্রথম ইনিংসে উইকেটশূন্য মর্নে মর্কেল দ্বিতীয় ইনিংসে নিয়েছেন তিনটি।

প্রথম ইনিংসে বড় লিড নিয়ে অস্ট্রেলিয়া নিশ্চিত করেছিল, দ্বিতীয় ইনিংসে মোটামুটি রান করলেই চলবে। সেটুকু তারা করতে পেরেছে। দক্ষিণ আফ্রিকার সামনে তাই কঠিন চ্যালেঞ্জ।

সংক্ষিপ্ত স্কোর:

অস্ট্রেলিয়া ১ম ইনিংস: ৩৫১

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ১৬২

অস্ট্রেলিয়া ২য় ইনিংস: ৭১.৪ ওভারে ২১৩/৯ (ব্যানক্রফট ৫৩, ওয়ার্নার ২৮, খাওয়াজা ৬, স্মিথ ৩৮, শন মার্শ ৩৩, মিচেল মার্শ ৬, পেইন ১৪, কামিন্স ১৭*, স্টার্ক ৭, লায়ন ২, হেইজেলউড ৪*; মর্কেল ৩/৪২, ফিল্যান্ডার ০/৩৫, মহারাজ ৩/৯৩, রাবাদা ২/২৮, এলগার ১/১০)।