ঢাকা লিগে মাশরাফি-জাদু চলছেই

বাংলাদেশের ওয়ানডে দলে তিনি পেস আক্রমণের সবচেয়ে বড় ভরসা। আবাহনীর হয়েও মাশরাফি বিন মুর্তজার অসাধারণ পারফরম্যান্সের প্রদর্শনী চলছে। ৪ উইকেট নিয়েছেন শুক্রবারও।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 March 2018, 08:57 AM
Updated : 2 March 2018, 08:57 AM

ঢাকা প্রিমিয়ার লিগে মাশরাফি বিন মুর্তজার দ্যুতির পাশে ম্লান অন্য সব বোলার। বিকেএসপিতে শুক্রবার প্রাইম ব্যাংকের হয়ে ৪১ রানে নিয়েছেন ৪ উইকেট। সব মিলিয়ে এবারের লিগে ৭ ম্যাচে তার উইকেট হলো ১৯টি। এখনও পর্যন্ত লিগের সর্বোচ্চ উইকেট শিকারি বাংলাদেশের ওয়ানডে অধিনায়কই।

খেলাঘরের বিপক্ষে ৩ উইকেট নিয়ে এবারের লিগ শুরু করেছিলেন মাশরাফি। পরের ম্যাচে তার অলরাউন্ড পারফরম্যান্সের আগুনে পুড়েছে কলাবাগান। ৬৭ রানের ঝড়ো ইনিংসে দলকে বিপদ থেকে উদ্ধার করার পর বল হাতে নিয়েছিলেন ৪ উইকেট।

পরের দুই ম্যাচে উইকেট পাননি। ব্রাদার্সের বিপক্ষে ৫ ওভারে ১২ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য। বাকি বোলারদের পারফরম্যান্সে আর বোলিংয়ের সুযোগ হয়ে ওঠেনি সেদিন। পরের ম্যাচে রূপগঞ্জের বিপক্ষে ম্যাচটিতেই কেবল ছিলেন বিবর্ণ। ৯ ওভারে ৬৩ রান দিয়ে ছিলেন উইকেটশূন্য।

সেটি পুষিয়ে নিতেই কিনা, পরের ম্যাচে ভোগালেন শেখ জামাল ধানমণ্ডি ক্লাবকে। ২৯ রান দিয়ে নিলেন ৫ উইকেট। লিস্ট ‘এ’ ক্যারিয়ারে যেটি তার চতুর্থ ৫ উইকেট।

পরের ম্যাচে মোহামেডানের বিপক্ষে জয়ে নিলেন ৩ উইকেট। এবার প্রাইম ব্যাংকের বিপক্ষে আবার ৪টি। চারবার ৫ উইকেটের বাইরেও লিস্ট ‘এ’ ক্রিকেটে চার উইকেট নিলেন এই নিয়ে ১২ বার।

সব মিলিয়ে ৩৪ বছর বয়সেও বাকিদের সঙ্গে নিজের পার্থক্যটা মাশরাফি বুঝিয়ে দিচ্ছেন প্রায় প্রতি ম্যাচেই।