শুভাগতর অলরাউন্ড নৈপুণ্যে শাইনপুকুরের জয়
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Feb 2018 07:53 PM BdST Updated: 24 Feb 2018 07:53 PM BdST
-
ফাইল ছবি
তারুণ্য নির্ভর দল শাইনপুকুর ক্রিকেট ক্লাবকে সামনে থেকে নেতৃত্ব দিচ্ছেন শুভাগত হোম চৌধুরী। তার অলরাউন্ড নৈপুণ্যে কলাবাগান ক্রিকেট ক্লাবকে হারিয়ে জয়ে ফিরেছে লিগের নবাগত দলটি।
ঢাকা প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের পঞ্চম রাউন্ডের ম্যাচে ৬ উইকেটে জিতেছে শাইনপুকুর। কলাবাগানের ২৩২ রান ৪৫ বল বাকি থাকতে পেরিয়ে যায় দলটি। শাইনপুকুরের এটি তৃতীয় জয়। কলাবাগানের চতুর্থ পরাজয়।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শনিবার টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই চাপে পড়ে কলাবাগান। ১৮ রানের মধ্যে ফিরে যান টপ অর্ডারের তিন ব্যাটসম্যান।
৯ বলে ১ রান করেন মুনীম শাহরিয়ার। ১৮ বলে ২ অন্য ওপেনার জসিম উদ্দিন। ১০ বলে শূন্য রানে ফিরেন মোহাম্মদ আশরাফুল।
মন্থর শুরুর পর পাকিস্তানের ক্রিকেটার আকবর হোসেনের ৭১ ও মাহমুদুল হাসানের ৫২ রানের ওপর ভর করে ঘুরে দাঁড়ায় কলাবাগান। শেষের দিকে ২৭ বলে অপরাজিত ৪৭ রানের ঝড়ো ইনিংস খেলেন অলরাউন্ডার আবুল হাসান।
৩৪ রানে ৩ উইকেট নিয়ে শাইনপুকুরের সেরা বোলার অফ স্পিনার শুভাগত। দুটি করে উইকেট নেন নাঈম ইসলাম জুনিয়র ও সুজন হাওলাদার।
রান তাড়ায় শূন্য রানে সাব্বির হোসেনকে হারায় শাইনপুকুর। ২৯ বলে ৩৪ রানের ঝড়ো ইনিংস খেলে ফিরে যান উদয় কাউল। তৌহিদ হৃদয়ের সঙ্গে ৬০ রানের জুটি গড়ে বিদায় নেন সাদমান ইসলাম।
হৃদয়ের সঙ্গে আফিফ হোসেনের ৮৪ রানের জুটি ম্যাচ অনেকটাই শাইনপুকুরের মুঠোয় নিয়ে আসে। মাহমুদুলকে ছক্কা হাঁকিয়ে তার পুনরাবৃত্তির চেষ্টায় ফিরেন হৃদয়। তার বিদায়ে জেগে উঠে খানিকটা আশা।
কিন্তু আফিফকে নিয়ে বাকিটা সহজেই সারেন শুভাগত। অধিনায়ক অপরাজিত থাকেন ৩০ রানে। অলরাউন্ড নৈপুণ্যে লিগে দ্বিতীয়বারের মতো জেতেন ম্যাচ সেরার পুরস্কার। শুরুতে একবার জীবন পাওয়া আফিফ ৭০ বলে খেলেন ৬৭ রানের দায়িত্বশীল ইনিংস।
সংক্ষিপ্ত স্কোর:
কলাবাগান ক্রীড়া চক্র: ৫০ ওভারে ২৩২/৯ (মুনীম ১, জসিম ২, আশরাফুল ০, আকবর ৭১, তাইবুর ২২, মাহমুদুল ৫২, রাতুল ২, মুক্তার ১৯, হাসান ৪৭* সঞ্জিত ৪, শাহাদাত ০*; সাইফ ১/৪৫, সুজন ২/৩৫, সাব্বির ০/৮, শুভাগত ৩/৩৪, নাঈম ২/৩৩, আফিফ ০/২০, রায়হান ০/৫০)
শাইনপুকুর ক্রিকেট ক্লাব: ৪২.৩ ওভারে ২৩৩/৪ (সাদমান ৩৭, সাব্বির ০, কাউল ৩৪, তৌহিদ ৬৩, আফিফ ৬৭* শুভাগত ৩০*; হাসান ১/২৯, শাহাদাত ১/৫০, সঞ্জিত ১/৪২, মুক্তার ০/১৯, মাহমুদুল ১/৩০, আকবর ০/৩০, রাহাতুল ০/১৬, আশরাফুল ০/১৭)
ফল: শাইনপুকুর ক্রিকেট ক্লাব ৬ উইকেটে জয়ী।
ম্যান অব দ্যা ম্যাচ: শুভাগত হোম চৌধুরী
-
আইসিসির ফেব্রুয়ারির সেরা অশ্বিন, বিউমন্ট
-
‘দেশের খেলা রেখে আইপিএলে গেলে বেতন কেটে নাও’
-
বাংলাদেশে প্রিটোরিয়াসের ‘অদ্ভুতুড়ে’ অভিজ্ঞতা
-
নেট থেকে ছুটি নিয়ে গ্রিনের ১৬৮*, ১৪৪ ও ২৫১
-
চট্টগ্রামে আইরিশদের সিরিজে আবার কোভিড-বিপত্তি
-
কনুইয়ের চোটে বাংলাদেশের বিপক্ষে নেই উইলিয়ামসন
-
২ ঘণ্টা কাজে লাগিয়ে মাহমুদউল্লাহর ‘ভালো’ প্রস্তুতি
-
টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল সাউথ্যাম্পটনে: সৌরভ
সর্বাধিক পঠিত
- চাঁদপুরে এক বাড়িতেই বাস করে ‘সাড়ে ৭ হাজার মানুষ’
- নাটকীয় নিলাম যুদ্ধে শীর্ষস্থান ধরে রাখল গ্রামীণফোন
- পদ্মা সেতু প্রকল্পের মেয়াদ আরও ২ বছর বাড়াতে আবেদন
- এক পোয়া মাছ পৌনে তিন লাখ টাকায় বিক্রি
- টানা চার সেঞ্চুরিতে সাঙ্গাকারা-পিটারসেনের পাশে পাডিক্কাল
- ৫ মেগাহার্টজ তরঙ্গ নিয়ে জিপি-রবি নিলাম যুদ্ধ
- ভালোবাসার জন্য থাকবেন মেসি, আশায় নতুন বার্সা প্রধান
- চিত্রনায়ক শাহিন আলমের মৃত্যু
- আমৃত্যু গোলটি মনে থাকবে বার্সার ইলাইশের
- সেরে গেছে বেলের ‘মনের ক্ষত’