বাংলাদেশের ধরাছোঁয়ার বাইরে ছুটছে শ্রীলঙ্কা

দলকে হতাশার অন্ধকারে ডুবিয়েছে ব্যাটিং। আশার আলো ফেরাতে বোলিংয়ে প্রয়োজন ছিল অভাবনীয় কিছুর। খুব খারাপ হয়নি বোলিং, তবে হয়নি যথেষ্টও। ম্যাচের লাগাম তাই শ্রীলঙ্কার হাতে। বাংলাদেশের কাছ থেকে জয় সরে গেছে অনেক অনেক দূরে।

আরিফুল ইসলাম রনিআরিফুল ইসলাম রনিবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 9 Feb 2018, 12:01 PM
Updated : 9 Feb 2018, 12:01 PM

প্রথম দিনের মতো মিরপুর টেস্টের দ্বিতীয় দিনও দেখেছে ১৪ উইকেটের পতন। এই পরিক্রমায় প্রায় পতন হয়েছে বাংলাদেশের সম্ভাবনারও। প্রথম ইনিংসে ১১২ রানের লিড নেওয়া শ্রীলঙ্কা শুক্রবার দ্বিতীয় দিন শেষ করেছে ৮ উইকেটে ২০০ রান নিয়ে।

লঙ্কানদের লিড হয়ে গেছে ৩১২, উইকেট আছে আরও দুটি। শের-ই-বাংলার টার্নিং উইকেটে বাংলাদেশের লক্ষ্যটা এখনই অসম্ভবের কাছাকাছি।

সকালে ৪ উইকেটে ৫৬ রান নিয়ে ব্যাট করতে নেমে বাংলাদেশ গুটিয়ে যায় ১১০ রানে। ২০ বলের মধ্যে ৩ রানে দল হারায় শেষ ৫ উইকেট। হতবিহ্বল ভাবটা কাটিয়ে ওঠার আগেই নামতে হয় ফিল্ডিংয়ে।

বোলিংয়ে তবু চেষ্টা ছিল দ্রুত গুছিয়ে ওঠার। প্রথম ইনিংসে দারুণ খেলা কুসল মেন্ডিসকে এবার ৭ রানে ফেরান আব্দুর রাজ্জাক।

তাতে ভড়কে যায়নি লঙ্কানরা। ইনিংসে অর্ধশতক করেছেন কেবল রোশেন সিলভা। তবে আরও কয়েকজনের ছোট কিন্তু কার্যকর অবদানে ঠিকই তাদের লিড পেরিয়ে গেছে তিনশ।

মেন্ডিস ফেরার পর উইকেটে যাওয়া ধনঞ্জয়া ডি সিলভার ব্যাটে ছিল দ্রুত রান তোলার তাগিদ। তাইজুল ইসলামের এক ওভারে মারেন তিন চার। তবে আউট হন তাইজুলের বলে বোল্ড হয়েই (২৪ বলে ২৮)।

সিরিজের আগের দুই ইনিংসে ব্যর্থ দিমুথ করুনারত্নে এবার বেশ লম্বা সময় আগলে রাখেন এক পাশ। কোনো বাউন্ডারি ছাড়া ১০৫ বলে ৩২ রান করে ফেরেন ম্যাচে মিরাজের প্রথম শিকার হয়ে।

দিনেশ চান্দিমাল ও রোশেন সিলভা পঞ্চম উইকেটে গড়েন ৫১ রানের জুটি। ৩০ রান করা চান্দিমাল ফেরেন মিরাজের নিচু হওয়া বলে।

তবে রোশেনকে থামানো যায়নি। আবারও অসাধারণ টেম্পারামেন্টের প্রমাণ দিয়ে দলকে টেনেছেন মাত্র তৃতীয় টেস্ট খেলতে নামা ব্যাটসম্যান। লোয়ার অর্ডার থেকে খুব বেশি সহায়তা না পেলেও নিজের কাজটা করেছেন সুনিপুণভাবে। দারুণ খেলে নিজে করেছেন ম্যাচে দ্বিতীয় অর্ধশতক, দলকে নিয়ে গেছেন দু্ইশর ঠিকানায়। লিড আরও বাড়ানোর আশা নিয়ে টিকে আছেন দিন শেষে।

প্রথম ইনিংসের মতো আবারও বাংলাদেশের সেরা বোলার ছিলেন মুস্তাফিজ। আগের ইনিংসে বিবর্ণ মিরাজও এবার ছিলেন বেশ উজ্জ্বল। তবে দুই বাঁহাতি স্পিনার রাজ্জাক ও তাইজুল এই উইকেটে হতে পারতেন আরও ধারাবাহিক। ভালো বলের পাশাপাশি আলগা বল করেছেন তারা প্রায় প্রতি ওভারেই। 

বোলিংয়ের এইটুকু ঘাটতি আর সকালে ব্যাটসম্যানদের চরম ব্যর্থতা, জোড়া হতাশার দিনে ফিকে হয়ে গেছে বাংলাদেশের ম্যাচ বাঁচানোর।

সংক্ষিপ্ত স্কোর:

শ্রীলঙ্কা ১ম ইনিংস: ২২২

বাংলাদেশ ১ম ইনিংস: ১১০

শ্রীলঙ্কা ২য় ইনিংস: ৬২ ওভারে ২০০/৮ (করুনারত্নে ৩২, মেন্ডিস ৭, ধনঞ্জয়া ২৮, গুনাথিলাকা ১৭, চান্দিমাল ৩০, রোশেন ৫৮*, ডিকভেলা ১০, পেরেরা ৭, দনঞ্জয়া ০, লাকমল ৭*; রাজ্জাক ১/৬০, মুস্তাফিজ ৩/৩৫, তাইজুল ২/৭২, মিরাজ ২/২৯)।