ফিল্যান্ডারের বোলিংয়ে উড়ে গেল ভারত

দক্ষিণ আফ্রিকাকে দ্বিতীয় ইনিংসে কম রানে গুটিয়ে দিয়ে আশা দেখিয়েছিলেন ভারতের পেসাররা। চোটের জন্য ডেল স্টেইন ছিটকে যাওয়ায় কাজটা কঠিন ছিল স্বাগতিকদের জন্য। তবে ভার্নন ফিল্যান্ডারের ক্যারিয়ার সেরা বোলিংয়ে দারুণ এক জয় পেল ফাফ দু প্লেসির দল।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 8 Jan 2018, 04:00 PM
Updated : 8 Jan 2018, 04:03 PM

কেপ টাউন টেস্ট ৭২ রানে জিতে তিন ম্যাচের সিরিজে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। চার দিনে শেষ হল প্রথম টেস্ট। এর মধ্যে তৃতীয় দিনের পুরো খেলা ভেসে গিয়েছিল বৃষ্টিতে।

নিউল্যান্ডসে মঙ্গলবার ছিল পেসারদের দাপট। পতন হওয়া ১৮ উইকেটের সব কটি নেন দুই দলের পেসাররা। সবচেয়ে উজ্জ্বল ছিলেন স্টেইনের অভাব বুঝতে না দেওয়া ফিল্যান্ডার। দ্বাদশবারের মতো পাঁচ উইকেট নিয়ে জেতেন ম্যাচ সেরার পুরস্কার।

প্রথম সেশনে পতন হয় ৮ উইকেট। ২ উইকেটে ৬৫ রান নিয়ে দিনের খেলা শুরু করা স্বাগতিকরা গুটিয়ে যায় ১৩০ রানে।

আগের দিনের রানের সঙ্গে কোনো রান যোগ না করেই ফিরেন হাশিম আমলা। নাইটওয়াচম্যান কাগিসো রাবাদাকেও বিদায় করেন মোহাম্মদ শামি। রানের খাতা খোলার আগেই ফাফ দু প্লেসিকে বিদায় করেন জাসপ্রিত বুমরাহ। অভিষিক্ত এই পেসার পরে ফিরিয়ে দেন কুইন্টন ডি কককে।

ব্যাটসম্যানদের আসা-যাওয়ার মিছিলে ব্যতিক্রম ছিলেন এবি ডি ভিলিয়ার্স। পাল্টা আক্রমণে ৫০ বলে দুটি করে ছক্কা চারে করেন ৩৫ রান। তাকে ফিরিয়ে প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকাকে গুটিয়ে দেন বুমরাহ।

এক সময়ে দক্ষিণ আফ্রিকার রান ছিল ৫২/০। সেখান থেকে ৭৮ রান যোগ করতে ১০ উইকেট হারিয়ে ফেলে দলটি।

২৮ রানে ৩ উইকেট নেন পেসার শামি। বুমরাহ ৩ উইকেট নেন ৩৯ রানে।

প্রথম ইনিংসে ৭৭ রানে পিছিয়ে থাকা ভারত পায় ২০৮ রানের লক্ষ্য। এক সেশনে ৭ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় অতিথিরা। সবুজ ঘাসের উইকেট বাউন্স আর সু্ইং দিয়ে ভারতের ব্যাটসম্যানদের কাঁপিয়ে দেন ফিল্যান্ডার, কাগিসো রাবাদা ও মর্নে মর্কেল।

৩০ রানের উদ্বোধনী জুটিতে ইতিবাচক শুরু করে ভারত। তাদের দিক হারানোর শুরু শিখর ধাওয়ানের বিদায় দিয়ে। মর্কেলের বাউন্সারে পুল করতে গিয়ে ক্যাচ দেন বাঁহাতি ওপেনার। পরের ওভারে ফিল্যান্ডার ফিরিয়ে দেন আরেক ওপেনার মুরালি বিজয়কে।

ভারতের সবচেয়ে আঁটসাঁট টেকনিকের ব্যাটসম্যান চেতেশ্বর পুজারাকে দ্রুত ফিরিয়ে বড় একটা ধাক্কা দেন মর্কেল।

রোহিত শর্মার সঙ্গে বিরাট কোহলির ৩২ রানের জুটিতে প্রতিরোধ গড়ে ভারত। পরপর দুই ওভারে দুই জনকে ফিরিয়ে দেন ফিল্যান্ডার। প্রথম ইনিংসে পাল্টা আক্রমণে ৯৩ রানের দারুণ ইনিংস খেলা হার্দিক পান্ডিয়াকে এবার দাঁড়াতেই দেননি রাবাদা। এই পেসার পরে বিদায় করেন ঋদ্ধিমান সাহাকে।

৮২ রানে ৭ উইকেট হারিয়ে ফেলা ভারত এরপর পায় নিজেদের সেরা জুটি। ভুবনেশ্বর কুমারের সঙ্গে ৪৯ রানের জুটিতে খানিকটা আশা জাগান রবিচন্দ্রন অশ্বিন। তৃতীয় সেশনে এক ওভারে শেষ ৩ উইকেট তুলে নিয়ে দলকে দারুণ জয় এনে দেন ফিল্যান্ডার।

অশ্বিনকে কট বিহাইন্ড করে ভারতের প্রতিরোধ ভাঙেন নিউল্যান্ডসের ঘরের ছেলে ফিল্যান্ডার। এক বল বিরতিতে ফিরিয়ে দেন শামিকে। পরের বলে গোল্ডেন ডাকের স্বাদ দেন বুমরাহকে। ১৩৫ রানে গুটিয়ে যায় ভারত।

আগের ক্যারিয়ার সেরা ৬/৪৪ ছাপিয়ে ৪২ রানে ৬ উইকেট নেন ফিল্যান্ডার। দুটি করে উইকেট নেন রাবাদা ও মর্কেল।

আগামী শনিবার সেঞ্চুরিয়নের সুপারস্পোর্ট পার্কে শুরু হবে দ্বিতীয় টেস্ট।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ২৮৬

ভারত ১ম ইনিংস: ২০৯

দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: (তৃতীয় দিন শেষে ৬৫/২) ৪১.২ ওভারে ১৩০ (মারক্রাম ৩৪, এলগার ২৫, রাবাদা ৫, আমলা ৪, ডি ভিলিয়ার্স ৩৫, দু প্লেসি ০, ডি কক ৮, ফিল্যান্ডার ০, মহরাজ ১৫, মর্কেল ২, স্টেইন ০*; ভুবনেশ্বর ২/৩৩, বুমরাহ ৩/৩৯, শামি ৩/২৮, পান্ডিয়া ২/২৭, অশ্বিন ০/৩)

ভারত ২য় ইনিংস: ৪২.৪ ওভারে ১৩৫ (বিজয় ১৩, ধাওয়ান ১৬, পুজারা ৪, কোহলি ২৮, রোহিত ১০, ঋদ্ধিমান ৮, পান্ডিয়া ১, অশ্বিন ৩৭, ভুবনেশ্বর ১৩*, শামি ৪, বুমরাহ ০; ফিল্যান্ডার ৬/৪২, মর্কেল ২/৩৯, রাবাদা ২/৪১, মহারাজ ০/১২)

ফল: দক্ষিণ আফ্রিকা ৭২ রানে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: ভার্নন ফিল্যান্ডার