দল নির্বাচনের ব্যাখ্যায় মিনহাজুল
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 07 Jan 2018 07:31 PM BdST Updated: 08 Jan 2018 04:33 AM BdST
সাম্প্রতিক সময়ের পারফরম্যান্সের বিচারে ওয়ানডে দল থেকে সৌম্য সরকার, তাসকিন আহমেদ আর লিটন দাসের বাদ পড়া অনুমিতই ছিল। ঘরোয়া ক্রিকেটের দারুণ পারফরম্যান্সে দরজায় কড়া নাড়ছিলেন এনামুল হক, মোহাম্মদ মিঠুন। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন দিলেন দল নির্বাচনের ব্যাখ্যা।
দক্ষিণ আফ্রিকায় সবশেষ ওয়ানডে সিরিজে খেলা বাংলাদেশ দল থেকে সৌম্য, তাসকিন, লিটন ছাড়া বাদ পড়েছেন মুমিনুল হক ও শফিউল ইসলাম।
তামিম ইকবাল চোট পাওয়ায় মুমিনুল ছিলেন ‘কাভার’। এবার তামিম সম্পূর্ণ ফিট। অন্য ওপেনার ইমরুল কায়েসের কিছুটা চোট আছে, তবে তার কাভার হিসেবে এবার মুমিনুলের কথা বিবেচনা করেননি নির্বাচকরা। মুস্তাফিজুর রহমানের চোটে দলে ছিলেন শফিউল ইসলাম। বাঁহাতি পেসার ফেরায় বাদ পড়েছেন তিনি।
এনামুল, মিঠুন ও মুস্তাফিজের সঙ্গে দলে ফিরেছেন বাঁহাতি স্পিনার সানজামুল।
মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ত্রিদেশীয় সিরিজে নিজেদের প্রথম দুই ম্যাচের দল ঘোষণার সময় মিনহাজুল জানান, মাশরাফি বিন মুর্তজা ও সাকিব আল হাসানের মতামতকে প্রাধান্য দেওয়া হয়েছে এবার।
“টিম ওয়ার্কের মাধ্যমে আমরা দল গঠন করেছি। সেই হিসেবে আমরা দল করার সময় অধিনায়ক, সহ-অধিনায়কের মতামতকে প্রাধান্য দিয়েছি।”
দক্ষিণ আফ্রিকায় রান না পাওয়ায় বাদ সৌম্য, লিটন। ঘরোয়া ক্রিকেটে নিজেকে মেলে ধরায় ২০১৫ বিশ্বকাপের পর ওয়ানডে দলে ডাক পেলেন এনামুল।
“এনামুল যথেষ্ট ভালো খেলেই সুযোগ করে নিয়েছে। দুই বছর ধরেই পারফরম্যান্স করছে। আশা করি সে এখানে ভালো করতে পারবে।”
বিপিএলে রংপুর রাউডার্সের হয়ে শিরোপা জেতায় অবদান রাখা মিঠুনকে নিয়েও আশাবাদী সাবেক অধিনায়ক মিনহাজুল।
“মিঠুন ঘরোয়া ক্রিকেট খুব ভালো খেলেছে এবার। টিম ম্যানেজমেন্ট ওর ব্যাপারে আত্মবিশ্বাসী। আমাদের ধারণা সুযোগ পেলে ও দেশের জন্য ভালো খেলবে।”
দুই বাঁহাতি স্পিনার সানজামুল ও নাজমুল ইসলাম অপুর মধ্যে হয়েছে প্রবল প্রতিযোগিতা। তাদের মধ্যে কেন একটি ওয়ানডে খেলা সানজামুলকে বেছে নেওয়া হয়েছে তার ব্যাখ্যা দিলেন মিনহাজুল।
“সানজামুল বেশ কিছুদিন ধরেই আমাদের সিস্টেমের মধ্যে ছিল। এইচপিতে ছিল, কোচের আন্ডারে ছিল। সে অনেক উন্নতি করেছে। সেই হিসেবে অপু আমাদের কোথাও ছিল না। ওর এখনও যথেষ্ট সময় আছে। এই কারণে সানজামুলকে এগিয়ে রেখেছি। বিপিএলে ভালো খেলেছে, ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছে বলে অপুকে আমরা রেখেছি। সামনে তো সময় আছে।”
ইমরুলের চোটের জন্য একজন বাড়তি খেলোয়াড় রাখা হয়েছে। টিম ম্যানেজমেন্টের চাওয়ায় বেড়েছে একজন পেসার। তাই ১৬ জনের দল।
“১৬ জন দেওয়ার কারণ ইমরুল। ওর চোটের একটা সমস্যা আছে। টিম ম্যানেজমেন্টের পরিকল্পনা আছে, কোন কন্ডিশনে কিভাবে দল গঠন করবে। সেই হিসেবে আমরা একজন পেসার বেশি নিয়েছি।”
মুশফিকুর রহিমের সঙ্গে উইকেটরক্ষক-ব্যাটসম্যান হিসেবে আছেন এনামুল ও মিঠুন। প্রধান নির্বাচক জানান, ওয়ানডেতে এখনও তাদের প্রথম পছন্দ মুশফিক।
“প্রথম পছন্দ মুশফিকুর রহিম। এনামুল ও মিঠুনের বাইরে ফিল্ডিং করার দক্ষতা আছে। বিপিএলে এনামুল বেশিরভাগ ম্যাচে বাইরে ফিল্ডিং করেছিল। সবমিলিয়ে ওরা আত্মবিশ্বাসী। আর দরকার হলে এনামুল, মিঠুন আছে, ওরাই কিপিং করতে পারবে।”
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
-
লিটন ও তামিম যদি পরপর আউট না হতেন…
-
জীবনের সবচেয়ে আনন্দময় সময়ে আছি: কোহলি
-
ড্র হবে, প্রথম দিনেই ‘জানত’ শ্রীলঙ্কা
-
পেসারদের পারফরম্যান্সে খুশি নন অধিনায়ক
-
'১১ জন ১০০ করলে তো ১১০০ রান হবে'
-
চট্টগ্রাম থেকেই মিরপুর টেস্টের পরিকল্পনা জানিয়ে দিল শ্রীলঙ্কা
-
তাইজুলের দারুণ বোলিংয়েও জমল না শেষ দিনের রোমাঞ্চ
সর্বাধিক পঠিত
- তাইজুলের দারুণ লড়াইয়ের পরও ড্র চট্টগ্রাম টেস্ট
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- ‘দল আমার কাছে অনেক কিছু চায়, আমাকে মূল্যবান মনে করে’
- একুশের গানের রচয়িতা আবদুল গাফফার চৌধুরীর চিরবিদায়
- ‘বাংলাদেশে আসলে অভিজ্ঞতার দাম নেই’
- উল্টে যাওয়া কভার্ডভ্যান সরাতে ৬ ঘণ্টা, ব্যাপক যানজট
- ডলারের তেজ খানিকটা কমল
- কুমিল্লার সাক্কুকে বিএনপি থেকে ‘চিরতরে’ বহিষ্কার
- ভূমি সংস্কারে নতুন আইন, জমি রাখা যাবে ৬০ বিঘা
- ‘ম্যান সিটির বিপক্ষে ফেরা ছিল সবচেয়ে কঠিন, পিএসজি ম্যাচ ছিল সবচেয়ে মজার’