নাসিরের সেঞ্চুরিতে রংপুরের লিডের আশা

বিপিএলে ব্যাটিংয়ে ব্যর্থ নাসির হোসেন জ্বলে উঠেছেন বড় দৈর্ঘ্যের ক্রিকেটে। অপরাজিত সেঞ্চুরিতে বরিশালের বিপক্ষে লিডের পথে রেখেছেন রংপুরকে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 Dec 2017, 02:35 PM
Updated : 21 Dec 2017, 02:35 PM

জাতীয় ক্রিকেট লিগের প্রথম স্তরের ম্যাচের দ্বিতীয় দিনের খেলা শেষে রংপুরের সংগ্রহ ৪ উইকেটে ২৬৪ রান। প্রথম শ্রেণির ক্রিকেটে ষষ্ঠ সেঞ্চুরি করা নাসির অপরাজিত ১০১ রানে। তার ১৬৭ বলের ইনিংসে ১২টি চারের সঙ্গে ছক্কা দুটি।

অলরাউন্ডার আরিফুল হক অপরাজিত ৩৪ রানে। অবিচ্ছিন্ন পঞ্চম উইকেটে নাসিরের সঙ্গে গড়েছেন ৭৯ রানের জুটি।  

বৃহস্পতিবারের প্রথম সেশনে বরিশালকে ৩৩৫ রানে গুটিয়ে দেওয়া রংপুর এখনও পিছিয়ে ৭১ রানে। হাতে রয়েছে ৬ উইকেট।

ফিরতি ক্যাচ নিয়ে শুরুতেই সায়মন আহমেদকে ফেরান মনির হোসেন। অভিজ্ঞ বাঁহাতি স্পিনার পরে বিদায় করেন আরেক ওপেনার লিটন দাসকেও। কাজে লাগেনি রংপুরের ফাটকা। এগিয়ে তিন নম্বরে নেমে ব্যর্থ সোহরাওয়ার্দী শুভ। বাঁহাতি অলরাউন্ডার ফিরেন দুই অঙ্কে গিয়েই।

৮১ রানে টপ অর্ডারের তিন ব্যাটসম্যানকে হারানো রংপুরকে কক্ষপথে ফেরান নাসির ও নাঈম ইসলাম। চতুর্থ উইকেটে দুই জনে গড়েন ১০৪ রানের জুটি। ৮টি চারে ৫৪ রান করে নাঈমের বিদায়ে ভেঙেছে বিপজ্জনক হয়ে উঠা জুটি।

দ্বিতীয় দিনে সেটাই বরিশালের শেষ সাফল্য। বাকি সময়টায় ব্যবধান কমিয়েছেন নাসির-আরিফুল। তাদের ব্যাটে দ্রুত এগিয়েছে রংপুর।

৬৯ রানে ৩ উইকেট নিয়ে বরিশালের সেরা বোলার বাঁহাতি স্পিনার মনির। অন্য উইকেটটি নিয়েছেন সালমান হোসেন।

এর আগে রাজশাহীর শহীদ কামরুজ্জামান স্টেডিয়ামে বৃহস্পতিবার ৬ উইকেটে ২৮০ রান নিয়ে খেলা শুরু করে বরিশাল। ১৮ রান যোগ করতে ৩ উইকেট হারিয়ে তিনশ রানের আগেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় পড়ে দলটি।

দশম উইকেটে ৩৭ রানের জুটিতে দলকে ৩৩৫ রানে নিয়ে যান কামরুল ইসলাম রাব্বি ও লিঙ্কন দে।  

রংপুরের তানবীর হায়দার, শুভাশিস রায় চৌধুরী ও আরিফুল নেন তিনটি করে উইকেট।

সংক্ষিপ্ত স্কোর:

বরিশাল ১ম ইনিংস: (প্রথম দিন শেষে ২৮০/৬) ৯৩.৫ ওভারে ৩৩৫ (রাফসান ২৫, মাহমুদ ১, সালমান ৮, আল আমিন ৫০, মোসাদ্দেক ৩৫, নুরুজ্জামান ৫৮, সোহাগ ৯৯, শামসুল ৬, মনির ১, রাব্বি ২২, লিখন ১৬; শুভাশিস ৩/৫৪, সাজেদুল ১/৬৩, সাদ্দাম ০/৩৮, আরিফুল ৩/৬৮, তানবীর ৩/৫৩, শুভ ০/৩১, নাসির ০/১৫)

রংপুর ১ম ইনিংস: রংপুর ৭৬ ওভারে ২৬৪/৪ (লিটন ৪৩, সায়মন ১৩, শুভ ১১, নাঈম ৫৪, নাসির ১০১*, আরিফুল ৩৪*; রাব্বি ৬২/০, লিঙ্কন ০/৩১, মনির ৩/৬৯, সোহাগ ০/৬২, সালমান ১/১৬, মোসাদ্দেক ০/১৪, মাহমুদ ০/৪)