বিজয় ১৫৫, কোহলি অপরাজিত ১৫৬

উইকেটে ঘাসের ছোঁয়া। তবু খুশি নন বিরাট কোহলি। টসের সময় বললেন, আশা করেছিলেন আরও বেশি ঘাস। যেটুকু ঘাস ছিল, সেটাও আসলে বিভ্রান্তি। উইকেট মনে হলো ব্যাটিং স্বর্গ। সেই স্বর্গে রান উৎসবে মাতলেন মুরালি বিজয় ও কোহলি নিজে।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 2 Dec 2017, 01:21 PM
Updated : 2 Dec 2017, 04:53 PM

দুজনেই ছাড়ালেন দেড়শ। দুজনের জুটিতে হলো রেকর্ড। শনিবার দিল্লি টেস্টের প্রথম দিন শেষে শ্রীলঙ্কার বিপক্ষে ভারতের রান ৪ উইকেটে ৩৭১।

টানা দ্বিতীয় আর ক্যারিয়ারের একাদশ টেস্ট সেঞ্চুরিতে বিজয় করেছেন ১৫৫। ২০তম টেস্ট সেঞ্চুরিতে কোহলি অপরাজিত ১৫৬ রানে। ক্যারিয়ারের দ্রুততম সেঞ্চুরির পথে পেরিয়েছেন টেস্টে ৫ হাজার রানের মাইলফলক।

ভারতের দাপুটে ব্যাটিংয়ের দিনে সুযোগ হাতছাড়া করেছেন শিখর ধাওয়ান ও চেতেশ্বর পুজারা। থিতু হয়েও বড় রান করতে পারেননি, দুজনই ফিরেছেন ২৩ রানে।

তৃতীয় উইকেটে ২৮৩ রানের জুটি গড়েন কোহলি ও বিজয়। শ্রীলঙ্কার বিপক্ষে যে কোনো উইকেটেই এটি ভারতের সবচেয়ে বড় জুটি। দুজন ছাড়িয়ে গেছেন ১৯৮৬ সালে কানপুরে মোহাম্মদ আজহারউদ্দিন ও কপিল দেবের ২৭২ রানের জুটিকে।

 

৬৭ বলে ফিফটি করেন বিজয়, তার ক্যারিয়ারের দ্রুততম। সেঞ্চুরি করেছেন ১৬৩ বলে। শেষ পর্যন্ত ২৬৭ বলে ১৫৫ রানে স্টাম্পড হয়েছেন লাকশান সান্দাকানের গুগলিতে।

সান্দাকানের আরেকটি গুগলি পরের ওভারে ফিরিয়েছে অজিঙ্কা রাহানেকে। তবে কোহলিকে থামানো যায়নি। ৫২ বলে করেন ফিফটি, যেটি তার ক্যারিয়ারের দ্রুততম। ১১০ বলের সেঞ্চুরিও ক্যারিয়ারের দ্রুততম। ওয়ানডে ঘরানার ব্যাটিংয়ে ১৮৬ বলে অপরাজিত থাকেন ১৫৬ রানে।

দিনের প্রথম উইকেটটি নিয়ে টেস্টে উইকেটের সেঞ্চুরি ছুঁয়েছেন দিলরুয়ান পেরেরা। ২৫ টেস্টে ১০০ উইকেট নিয়ে তিনি শ্রীলঙ্কার দ্রুততম। তবে দিনে তার সাফল্য ওই একটিই। বিবর্ণ ছিলেন শ্রীলঙ্কার বাকি সব বোলারই।

সংক্ষিপ্ত স্কোর:

ভারত ১ম ইনিংস: ৯০ ওভারে ৩৭১/৪ (বিজয় ১৫৫, ধাওয়ান ২৩, পুজারা ২৩, কোহলি ১৫৬*, রাহানে ১, রাহিত ৬*; লাকমল ০/৫০, গামাগে ১/৬৮, দিলরুয়ান ১/৯৭, সান্দাকান ২/১১০, ধনঞ্জয়া ০/৪৫)।