বাংলাদেশ ‘এ’ দলের নেতৃত্বে শান্ত

কিছুদিন আগে হাই পারফরম্যান্স দলের ইংল্যান্ড সফরে নেতৃত্বে ছিলেন নাজমুল হোসেন শান্ত। সম্ভাবনাময় বাঁহাতি ব্যাটসম্যানকে যে ভবিষ্যতে নেতা হিসেবেও ভাবছে বিসিবি, সেটির প্রমাণ মিলল আরেকবার। আয়ারল্যান্ড ‘এ’ দলের বিপক্ষে চার দিনের ম্যাচে বাংলাদেশ ‘এ’ দলকে নেতৃত্ব দেবেন শান্ত।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 4 Oct 2017, 05:47 PM
Updated : 4 Oct 2017, 05:48 PM

আগামী ১১ অক্টোবর থেকে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে চারদিনের ম্যাচটি। শান্তর নেতৃত্বে দলে আছেন জাতীয় দলে জায়গা জাতীয় দলে জায়গা হারানো পেসার কামরুল ইসলাম রাব্বি, লেগ স্পিনার জুবায়ের হোসেন ও উইকেটকিপার ব্যাটসম্যান নুরুল হাসান সোহান।

মূলত তারুণ্য নির্ভর দল গড়া হয়েছে, প্রাধান্য দেওয়া হয়েছে হাই পারফরম্যান্স দলে থাকা ক্রিকেটারদের। অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক সাইফ হাসান ও অফ স্পিনার নাঈম হাসানও আছেন দলে।

হাই পারফরম্যান্স কোচ সাইমন হেলমট থাকবেন প্রধান কোচ হিসেবে, সহকারী চম্পাকা রামানায়েকে। নির্বাচক হাবিবুল বাশার থাকবেন ম্যানেজার হিসেবে।

একমাত্র চারদিনের ম্যচের পর কক্সবাজারে ৫টি একদিনের ম্যাচও খেলবে আয়ারল্যান্ড ‘এ’ দল। সেই সিরিজের বাংলাদেশ দল ঘোষণা হবে পরে।

বাংলাদেশ ‘এ’ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), সাইফ হাসান, সাদমান ইসলাম, আল আমিন, জাকির হাসান, ইয়াসির আলি রাব্বি, নুরুল হাসান সোহান, সানজামুল ইসলাম, নাঈম হাসান, এবাদত হোসেন, আবু হায়দার রনি, কামরুল ইসলাম রাব্বি, জুবায়ের হোসেন।