টেস্ট ক্রিকেটকে বিদায় বললেন দুমিনি
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 16 Sep 2017 02:46 PM BdST Updated: 16 Sep 2017 02:46 PM BdST
আসছে বাংলাদেশ সিরিজের দলে থাকা তার জন্য কঠিন হতো। তবে সেই টানাপোড়েনেই গেলেন না জেপি দুমিনি। বিদায় বলে দিলেন টেস্ট ক্রিকেটকে। ৩৩ বছর বয়সী ক্রিকেটার এখন মনোযোগ দিতে চান শুধু রঙিন পোশাকেই।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া প্রথম শ্রেণির প্রতিযোগিতার প্রথম রাউন্ড থেকে নিজেকে সরিয়ে নিয়েছেন দুমিনি। জানালেন, অনেক ভেবে-চিন্তেই বিদায় বলেছেন টেস্টকে।
“আমি নিশ্চিতভাবেই জানি, আমার খেলোয়াড়ী জীবন শেষ হওয়া থেকে এখনও অনেক দূরে। যে খেলাটাকে এত ভালোবাসি, সেই খেলায় সেরাটা দেওয়ার সুযোগ নিজেকে দিতে চাই। তবে দীর্ঘ সময় নিয়ে সতর্কভাবে ভাবার পর আমি এই মুহূর্ত থেকে টেস্ট ও প্রথম শ্রেণির ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি।”
২০০৮ সালে অস্ট্রেলিয়াতে টেস্ট অভিষেক হয়েছিল দুমিনির। অভিষেকে দ্বিতীয় ইনিংসে করেন অপরাজিত অর্ধশতক। পার্থে চতুর্থ ইনিংসে ৪১৪ রান তাড়া করে জয়ে রেখেছিলেন গুরুত্বপূর্ণ অবদান। পরের টেস্টে মেলবোর্নে করেন ১৬৬।
তবে এমন শুরুর পরও দুমিনির টেস্ট ক্যারিয়ার ঠিক গতি পায়নি। থিতু হতে পেরেছেন কম সময়ই। ৯ বছরে ৪৬ টেস্টে শেষ হলো ক্যারিয়ার। সেঞ্চুরি ৬টি, ৩২.৮৫ গড়ে রান ২ হাজার ১০৩। অফ স্পিনে নিয়েছেন ৪২টি উইকেট।
তুলনায় বেশি উজ্জ্বল সীমিত ওভারের ক্যারিয়ার। আপাতত মনোযোগ তাই সেই ক্রিকেটেই।
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!