স্পিন আর রিভার্স সুইংয়ের বড় ভূমিকা থাকবে: স্মিথ

বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজে স্পিন আর রিভার্স সুইংয়ের বড় ভূমিকা থাকবে বলে মনে করছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 19 August 2017, 02:08 PM
Updated : 19 August 2017, 04:13 PM

বাংলাদেশে সবশেষ টেস্ট সিরিজে দেখা গেছে তেমন চিত্র। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম থেকে বল ঘুরবে এমন উইকেট পেয়েছিল স্বাগতিকরা। যার পূর্ণ সুবিধা কাজে লাগিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।

আবার ভঙ্গুর সেই উইকেটে পুরান বলে রিভার্স সুইংয়ে স্বাগতিক ব্যাটসম্যানদের কাঁপিয়ে দিয়েছিলেন ইংলিশ অলরাউন্ডার বেন স্টোকস। 

সেই একই রকম উইকেট হবে বলে মনে করছেন করছেন স্মিথ। অধিনায়ক মনে করেন, সিরিজে ব্যবধান গড়ে দিতে পারে স্পিন আর রিভার্স সুইং।

“পুরো সিরিজে স্পিনের সবচেয়ে বড় ভূমিকা থাকবে। উইকেট ভাঙতে থাকবে তাই রিভার্স সুইংও প্রত্যাশিত থাকবে।”

এই বছর ভারতে খেলে গেছে অস্ট্রেলিয়া। সেই অভিজ্ঞতা ঢাকা ও চট্টগ্রাম টেস্টে কাজে লাগাতে চান অধিনায়ক। 

“উপমহাদেশে যখনই আসি সবসময়ই আমাদের জন্য তা অপরিচিত কন্ডিশন। এমন উইকেট আমরা সব সময় দেশে পাই না। আশা করি, ভারতে সবশেষ টেস্ট সিরিজ থেকে শিখতে পেরেছি। আমি মনে করি, এখানে তেমনই উইকেট পাবো, বল ওই রকমই স্পিন করবে।”

শুক্রবার রাতে ঢাকা এসে পৌঁছানো অস্ট্রেলিয়া দল শনিবার অনুশীলন করেনি। ২৭ অগাস্ট ঢাকায় শুরু হতে যাওয়া প্রথম টেস্টের জন্য স্মিথদের প্রস্তুতি শুরু হবে রোববার থেকে।