অস্ট্রেলিয়া সিরিজের আগেই ফিরবেন রুবেল

অসর্তকতার জন্য আরও বড় মাশুল দিতে হতে পারতো রুবেল হোসেনকে। অল্পের জন্য বড় চোট থেকে বেঁচে যাওয়া পেসারকে অন্তত চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 21 June 2017, 04:50 PM
Updated : 21 June 2017, 04:50 PM

আগামী ১০ জুলাই ফিটনেস ক্যাম্পের জন্য দল দেবেন নির্বাচকেরা। সেই ক্যাম্পের শুরুটা হয়তো মিস করতে পারেন রুবেল। তবে অস্ট্রেলিয়া সিরিজের আগে তার সেরে উঠা নিয়ে কোনো সংশয় নেই।

বিসিবির প্রধান ক্রীড়া চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানিয়েছেন, সেরে উঠতে সর্বোচ্চ ছয় সপ্তাহ সময় লাগতে পারে রুবেলের।

ভারতের বিপক্ষে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমি-ফাইনাল শেষে দলের হোটেলে ফেরার পর কক্ষের দরকার জোরালো ধাক্কা খান রুবেল। এতে বাম চোখ আর কানের মাঝের হাড় খানিকটা নড়ে যায়। শুরুতে খুব একটা পাত্তা দেননি তিনি। তবে ধীরে ধীরে ব্যথা বাড়ায় ঢাকায় এসে ডাক্তার দেখান তিনি।

ডা. দেবাশীষ মনে করেন, আরেকটু এদিক-সেদিক হলে অনেক বেশি ভুগতে হতে পারতো রুবেলকে।

“বড় ধরনের বিপদ থেকে বেঁচে গেছে রুবেল। চোখের আরেকটু কাছে আঘাত পেলে অনেক বড় সমস্যায় পড়তে হতো তাকে।”

টেস্ট দলে অবশ্য নিয়মিত সদস্য নন রুবেল। ২০০৯ সালে অভিষেকের পর খেলেছেন ২৪ টেস্ট, তার সর্বশেষটি গত জানুয়ারিতে নিউ জিল্যান্ডের বিপক্ষে।