
মহারাজের স্পিন-রাজ!
স্পোর্টস ডেস্ক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 18 Mar 2017 02:21 PM BdST Updated: 18 Mar 2017 05:44 PM BdST
দক্ষিণ আফ্রিকার টেস্ট জয়ের নায়ক কোনো স্পিনার, এমন কিছু বলার সুযোগ সচরাচর হয় না। বেসিন রিজার্ভ টেস্টের ভাগ্য স্পিনে গড়ে দেওয়াও তেমন বিরল। কেশভ মহারাজের সৌজন্যে হয়ে গেল এই সবকিছুই।
Related Stories
ওয়েলিংটন টেস্টের তৃতীয় দিনে ৪০ রানে ৬ উইকেট নিয়ে নিউ জিল্যান্ডকে গুঁড়িয়ে দিয়েছেন মহারাজ। নিজেদের প্রথম ইনিংসেই দিন শুরু করা দক্ষিণ আফ্রিকা ম্যাচই জিতে গেছে দিন শেষে।
১০ বছর প্রথম শ্রেণির ক্রিকেট খেলার পর গত নভেম্বরে টেস্ট অভিষেক মহারাজের। মাত্র ৬ টেস্ট খেললেন। বাঁহাতি স্পিনার এর মধ্যেই হয়ে উঠেছেন দক্ষিণ আফ্রিকার বোলিং আক্রমণের গুরুত্বপূর্ণ অংশ।
ওয়েলিংটনে তার ৪০ রানে ৬ উইকেট, কোনো প্রোটিয়া বাঁহাতি স্পিনারের দ্বিতীয় সেরা বোলিং। ২০০৩ সালে পাকিস্তানের বিপক্ষে চায়নাম্যান পল অ্যাডামসের ১২৮ রানে ৭ উইকেটই কেবল এগিয়ে।
এই টেস্টের আগে ডানেডিনেও ৫ উইকেট নিয়েছিলেন মহারাজ। নিউ জিল্যান্ডের মাটিতে কোনো সফরকারী স্পিনার সবশেষ টানা দুই টেস্টে ৫ উইকেট পেয়েছিল ৪৪ বছর আগে। সেই ১৯৭৩ সালে, পাকিস্তানের লেগ স্পিনার ইন্তিখাব আলম।
এক সিরিজে টানা দুই টেস্টে প্রোটিয়া স্পিনারের ৫ উইকেট দেখা গেল ১৪ বছর পর। ২০০৩ সালে বাংলাদেশের বিপক্ষে নিয়েছিলেন পল অ্যাডামস।
সিরিজের ২ টেস্টে মহারাজের উইকেট এখন ১৩টি। সবশেষ দক্ষিণ আফ্রিকার স্পিনার প্রথম দুই টেস্টেই এর চেয়ে বেশি উইকেট পেয়েছিলেন ৬৫ বছর আগে! অস্ট্রেলিয়ার বিপক্ষে হিউ টেফিল্ড নিয়েছিলেন ১৭ উইকেট। টেফিল্ড শুধু দক্ষিণ আফ্রিকার সবসময়ের সেরা স্পিনারই নয়, সব মিলিয়েও সর্বকালের অন্যতম সেরা অফ স্পিনার।
সময়ের ব্যবধানই তুলে ধরছে মহারাজের কীর্তির মাহাত্ম। একজন কার্যকর টেস্ট স্পিনারের জন্য দক্ষিণ আফ্রিকার প্রতীক্ষাও হয়ত ফুরোতে যাচ্ছে তাকে পেয়ে।
আরও পড়ুন
WARNING:
Any unauthorised use or reproduction of bdnews24.com content for commercial purposes is strictly prohibited and constitutes copyright infringement liable to legal action.
- এসএ গেমস: নেপালকে হারিয়ে সোনার লড়াইয়ে শান্ত-আফিফরা
- কোহলি-রাহুলের ব্যাটে রানের পাহাড় টপকাল ভারত
- নাসির-ইমরুলদের দেখে রোমাঞ্চিত নিক্সন
- এসএ গেমস: সোনার লড়াইয়ে বাংলাদেশের সামনে শ্রীলঙ্কা
- মাহফুজুর রহমান খানের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
- এসএ গেমস: ভুটানের বিপক্ষে সৌম্যদের প্রত্যাশিত জয়
- ‘ফর্ম ফিরে পেতে’ মুস্তাফিজকে আইপিএলের অনুমতি
সর্বাধিক পঠিত
- হয়েই গেল বিয়ে
- নাসির-ইমরুলদের দেখে রোমাঞ্চিত নিক্সন
- কোহলি-রাহুলের ব্যাটে রানের পাহাড় টপকাল ভারত
- রুম্পার মৃত্যু ঘিরে রহস্য কাটেনি
- তারাগঞ্জে হচ্ছে দেশের ‘সবচেয়ে বড়’ জুতার কারখানা
- এসএ গেমস: নেপালকে হারিয়ে সোনার লড়াইয়ে শান্ত-আফিফরা
- বিয়ের অনুষ্ঠানে নাচ থামানোয় যুবতীর মুখে গুলি
- ফ্লোরিডায় মার্কিন নৌ ঘাঁটিতে হামলা, বন্দুকধারীসহ নিহত ৪
- ‘দেশে রাজনৈতিক ফায়দা হাসিল করতে’ হেগের পথে সু চি
- ‘ফর্ম ফিরে পেতে’ মুস্তাফিজকে আইপিএলের অনুমতি