সুপার সিক্সে বাংলাদেশের মেয়েরা

দক্ষিণ আফ্রিকা ও পাকিস্তানের কাছে হেরে অপেক্ষায় থাকা রুমানা আহমেদের দলের সুপার সিক্স নিশ্চিত হয়েছে। সানা মিরের দলের কাছে ৬ উইকেটে হেরে মহিলা বিশ্বকাপের বাছাই পর্ব থেকে বিদায় নিয়েছে স্কটল্যান্ড।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 13 Feb 2017, 12:02 PM
Updated : 13 Feb 2017, 01:07 PM

টানা চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের সেরা দল হিসেবে সুপার সিক্সে যায় দক্ষিণ আফ্রিকা। ৬ পয়েন্ট নিয়ে পাকিস্তান দ্বিতীয়। রুমানার দলের পয়েন্ট ৪।

‘এ’ গ্রুপে ৮ পয়েন্ট নিয়ে প্রথম দল হিসেবে সুপার সিক্স নিশ্চিত করে ভারত। ৮ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্বাগতিক শ্রীলঙ্কা। তৃতীয় হয়ে উঠা আয়ারল্যান্ডের পয়েন্ট ৪।

এই প্রতিযোগিতার সেরা চার দল পাবে বিশ্বকাপের চূড়ান্ত পর্বে খেলার সুযোগ।

সুপার সিক্সে তিনটি ম্যাচ খেলবে বাংলাদেশ। বুধবার রুমানাদের প্রথম প্রতিপক্ষ আয়ারল্যান্ড। শুক্রবার শক্তিশালী ভারতের বিপক্ষে মাঠে নামবে তারা। আর আগামী রোববার এ পর্বে নিজেদের শেষ ম্যাচে স্বাগতিক শ্রীলঙ্কার বিপক্ষে খেলবে বাংলাদেশ দল।