বোলারদের ম্যাচে নায়ক ম্যাথিউস

কম রানের রোমাঞ্চকর ম্যাচে শ্রীলঙ্কাকে দারুণ জয় এনে দিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথিউস। শেষ ওভারে দারুণ দুই ছক্কা হাঁকিয়ে বোলারদের ম্যাচে ব্যবধান গড়ে দিয়েছেন লঙ্কান অধিনায়ক। 

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 22 Jan 2017, 05:47 PM
Updated : 22 Jan 2017, 10:09 PM

বাঁহাতি চায়নাম্যান স্পিনার লাকশান সান্দাকানের আলো ঝলমলে অভিষেকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে দক্ষিণ আফ্রিকাকে ৩ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। এবারের সফরে এটাই তাদের প্রথম জয়। তিন ম্যাচের সিরিজে এখন ১-১ সমতা।

শ্রীলঙ্কার চতুর্থ ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে ম্যাথিউসের হাজার রান ছোঁয়ার দিনে দুই বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছায় শ্রীলঙ্কা।

১৯তম ওভারের পঞ্চম বলে দ্রুত এক রান নিতে গিয়ে গোড়ালিতে চোট পান অধিনায়ক। এরপর দৌড়াতে পারছিলেন না। শেষ ওভারে প্রয়োজনীয় ৭ রান এনে দিতে নিজের কাঁধে দায়িত্ব তুলে নেন তিনি।

জন-জন স্মাটসের দ্বিতীয় বলে দারুণ এক ছক্কায় দুই দলের স্কোর সমান করেন ম্যথিউস। এক বল পর আবার বাঁহাতি স্পিনারকে মাথার ওপর দিয়ে উড়ান। ৫০ বলে ৩টি ছক্কা আর একটি চারে ৫৪ রানে অপরাজিত থাকেন ম্যাচ সেরা অধিনায়কই।

এর আগে ছোটো লক্ষ্য তাড়ায় শুরুটা ভালো হয়নি। তরুণ লুনগি নগিদি ৩৫ রানের মধ্যে ফিরিয়ে দেন প্রথম তিন ব্যাটসম্যানকে। ম্যাথিউস-দিনেশ চান্দিমালের দৃঢ়তায় প্রাথমিক ধাক্কা সামাল দেয় শ্রীলঙ্কা। এক সময়ে ৩ উইকেটে ৮৬ রানে পৌঁছে যায় তারা। নিজের শেষ ওভারে ফিরে চান্দিমালকে ফিরিয়ে প্রতিরোধ ভাঙেন নগিদি।

অসেলা গুনারত্নে, সিকুগে প্রসন্ন ও থিকশিলা ডি সিলভার দ্রুত বিদায়ে চাপে পড়ে লঙ্কানরা। সেখান থেকে দারুণ জয় এনে দেন দলকে সামনে থেকে নেতৃত্ব দেওয়া ম্যাথিউস।

১৯ রানে ৪ উইকেট নিয়ে দক্ষিণ আফ্রিকার সেরা বোলার নগিদি।

জোহানেসবার্গের নিউ ওয়ান্ডারার্সের মন্থর উইকেটে রোববার টস জিতে ব্যাট করতে নেমে ১৯ ওভার ৩ বলে ১১৩ রানে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা।

সর্বোচ্চ ২৯ রান হেইনো কুনের। ২৭ রান করে ফিরেন অধিনায়ক ফারহাদ বেহারডিন।

পঞ্চদশ ক্রিকেটার হিসেবে টি-টোয়েন্টিতে নিজের প্রথম বলে উইকেট নেন সান্দাকান। ২৩ রানে ৪ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।  

আগামী বুধবার কেপ টাউনে হবে তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি। সেই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরতে পারেন এবি ডি ভিলিয়ার্স। রোববার ঘরোয়া এক ওয়ানডেতে ঝড়ো শতক করেছেন তিনি।

সংক্ষিপ্ত স্কোর:

দক্ষিণ আফ্রিকা: ১৯.৩ ওভারে ১১৩ (স্মাটস ৪, কুন ২৯, ডি ব্রুইন ৭, মোসেহলে ১১, মিলার ১১, বেহারডিন ২৭, পার্নেল ৩, ফেহলুকয়ায়ো ০, ফাঙ্গিসো ১৩, তাহির ১, নগিদি ২*; ম্যাথিউস ০/১১, কুলাসেকারা ২/১০, উদানা ৩/১৩, প্রসন্ন ০/২৪, সান্দাকান ৪/২৩, গুনারত্নে ০/২৭, ধনাঞ্জয়া ১/৩)

শ্রীলঙ্কা: ১৯.৪ ওভারে ১১৯/৭ (ডিকভেলা ২২, ধনাঞ্জয়া ২, মেন্ডিস ৪, চান্দিমাল ২২, ম্যাথিউস ৫৪*, গুনারত্নে ৩, প্রসন্ন ২, থিকশিলা ৩, কুলাসেকারা ০*; নগিদি ৪/১৯, পার্নেল ১/১৬, ফেহলুকয়ায়ো ০/২২, তাহির ১/১৪, ফাঙ্গিসো ০/২৪, স্মাটস ১/১৯)

ফল: শ্রীলঙ্কা ৭ উইকেটে জয়ী

ম্যান অব দ্য ম্যাচ: অ্যাঞ্জেলো ম্যাথিউস