৩ শতকে রানের পাহাড়ে ইংল্যান্ড
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 10 Nov 2016 06:10 PM BdST Updated: 10 Nov 2016 07:17 PM BdST
রাজকোট টেস্টে জো রুটের পর শতক করেছেন মইন আলি ও বেন স্টোকস। তাদের দারুণ ব্যাটিংয়ে প্রথম ইনিংসে রানের পাহাড় গড়েছে ইংল্যান্ড। তবে দুই উদ্বোধনী ব্যাটসম্যানের দৃঢ়তায় জবাবটা ভালোই দিচ্ছে ভারত।
প্রথম দিনের খেলা শেষে ভারতের সংগ্রহ বিনা উইকেটে ৬৩ রান। মুরালি বিজয় ২৫ ও গৌতম গম্ভির ২৮ রানে ব্যাট করছেন। দিনের শেষ সেশনে ২৩ ওভার কাটিয়ে দেওয়া দুই ব্যাটসম্যানের সামনে পড়ে আছে আরও অনেক লম্বা পথ।
প্রথম ইনিংসে ৫৩৭ রান করা ইংল্যান্ডকে আবারও ব্যাটিংয়ে নামাতে আরও ২৭৫ রান চাই বিরাট কোহলির দলের।
এর আগে সৌরাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশন স্টেডিয়ামে ৪ উইকেটে ৩১১ রান নিয়ে দিনের খেলা শুরু করে ইংল্যান্ড।
৯৯ রান নিয়ে খেলা শুরু করা মইন শুরুতেই পৌঁছান নিজের চতুর্থ টেস্ট শতকে। এর পর অবশ্য বেশি দূর যেতে পারেননি তিনি। মোহাম্মদ শামির বলে বোল্ড হয়ে ফেরার আগে করেন ১১৭ রান। এই বাঁহাতি ব্যাটসম্যানের ২১৩ বলের ইনিংসটি গড়া ১৩টি চারে।
দিনের শুরুতে উইকেট পাওয়ার সুবিধা কাজে লাগাতে পারেনি ভারত। আগের দিনের মতো এদিনও কয়েকটি ক্যাচ হাতছাড়া করে বোলারদের কাজটা বহুগুণ কঠিন করে তুলেন স্বাগতিক ফিল্ডাররা
মইনের সঙ্গে ৬২ রানের জুটি গড়া স্টোকস উইকেটরক্ষক-ব্যাটসম্যান জনি বেয়ারস্টোর সঙ্গে উপহার দেন ৯৯ রানের আরেকটি ভালো জুটি। ওয়ানডে মেজাজে খেলা বেয়ারস্টোকে ফেরান শামি। ৪৬ রান করা ইংলিশ উইকেটরক্ষকের ৫৭ বলের ইনিংসটি ৫টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।


৬০ ও ৬১ রানে দুই বার জীবন পাওয়া স্টোকস ফিরেন উমেশ যাদবের বলে উইকেটরক্ষক ঋদ্ধিমান সাহাকে ক্যাচ দিয়ে। ২৩৫ বলে খেলা স্টোকসের ১৩৮ রানের ইনিংসটি ১৩টি চার ও দুটি ছক্কা সমৃদ্ধ।
স্টোকসের বিদায়ের পর বেশি দূর এগোয়নি ইংল্যান্ডের ইনিংস। তবে রাজকোটের উইকেটে স্বাগতিকদের পরীক্ষা নেওয়ার মতো রান ততক্ষণে পেয়ে গেছে তারা।
নিজের শততম টেস্টের দ্বিতীয় দিন ব্যাটিং-বোলিং দুটোরই সুযোগ মিলে স্টুয়ার্ট ব্রডের। ৬ রানে অপরাজিত থাকার পর ৫ ওভার বল করে ২০ রান দিয়ে উইকেটশূন্য থাকেন তিনি।
সংক্ষিপ্ত স্কোর:
ইংল্যান্ড ১ম ইনিংস: ১৫৯.৩ ওভারে ৫৩৭ (কুক ২১, হামিদ ৩১, রুট ১২৪, ডাকেট ১৩, মইন ১১৭, স্টোকস ১২৮, বেয়ারস্টো ৪৬, ওকস ৪, রশিদ ৫, আনসারি ৩২, ব্রড ৬*; শামি ২/৬৫, উমেশ ২/১১২, অশ্বিন ২/১৬৭, জাদেজা ৩/৮৬, মিশ্র ১/৯৮)।
ভারত ১ম ইনিংস: ২৩ ওভারে ৬৩/০ (বিজয় ২৫*, গম্ভির ২৮*; ব্রড ০/২০, ওকস ০/১৭, মইন ০/৬, আনসারি ০/৩, রশিদ ০/৮)
-
সাকিব হাসলেন ও হাসালেন, বাংলাদেশ শেষ দিনে হাসবে তো?
-
‘চান্স নিয়ে’ সফল সাকিব
-
প্রথম ওভারে ১ উইকেটের পর খরুচে সালমা
-
উইকেট নয়, নিজেদের নিয়েই চিন্তিত সাকিব
-
‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
-
সেঞ্চুরি নয়, সাকিবের ভাবনায় তিন ঘণ্টা ব্যাটিং
-
'এখন তো বোলিংয়ে দায়িত্ব কম", ৫ উইকেট নিয়ে বললেন সাকিব
-
‘এমন পরিস্থিতিতে শান্তর রান আউট ভয়ঙ্কর’
সর্বাধিক পঠিত
- শেষ বিকেলে পথ হারিয়ে শঙ্কায় বাংলাদেশ
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- রাহুলদের বিদায় করে টিকে রইলেন কোহলিরা
- ৫ ট্রফি জয়ের কীর্তি গড়ে আবেগাপ্লুত মরিনিয়ো
- বাংলালিংকের বিরুদ্ধে মামলা তুলে নিল নগর বাউল ও মাইলস
- ত্রিপুরার মুখ্যমন্ত্রীর বাবার নামে বিদ্যুৎ বিল আসে ব্রাহ্মণবাড়িয়ায়
- দেখিয়ে দিতে চান আজার
- ঢাবিতে ফের সংঘর্ষে ছাত্রলীগ-ছাত্রদল
- হাদিসুরের পরিবার পাচ্ছে ৫ লাখ ডলার ক্ষতিপূরণ: বিএসসি
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন