‘শাহজাদের কাছে এমন ইনিংসই প্রত্যাশিত’
ক্রীড়া প্রতিবেদক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2016 11:13 PM BdST Updated: 09 Nov 2016 11:13 PM BdST
১২৫ রান তাড়ায় একাই অপরাজিত ৮০! ইনিংস জুড়ে বল ছুটল মাঠের নানা প্রান্তে। প্রতিপক্ষ বোলাররা যেন বল ফেলার জায়গাই পাচ্ছিলেন না। দেশের বাইরের টুর্নামেন্টে, বাইরের কোনো দলের হয়ে প্রথমবার খেলতে নেমেই আলো ছড়ালেন মোহাম্মদ শাহজাদ।
দলের জয়ের কাজটা এগিয়ে রেখেছিলেন বোলাররাই। শক্তিশালী চিটাগং ভাইকিংসকে ১২৪ রানেই বেধে রাখে বোলাররা। এর পর শাহজাদের ঝড়ে রান তাড়াও হয়েছে অনায়াসে। রংপুর রাইডার্স জিতেছে ৯ উইকেটে।
১১ চার ও ৩ ছক্কায় ৮০ রানে অপরাজিত শাহজাদ। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে অধিনায়ক নাইম ইসলাম বললেন, মারকুটে ওপেনারের কাছে এমন কিছুই প্রত্যাশা দলের।
“অসম্ভব… খুবই ভালো ব্যাট করেছে। ও এ রকম ব্যাটসম্যানই, ওর কাছে আমাদের প্রত্যাশাও যে এ রকম ইনিংস খেলবে আমাদের জন্য। আজকে খুবই ভালো ব্যাট করেছে।”
এমনিতেই ভয়ডরহীন ক্রিকেটের জন্য পরিচিত এই আফগান উইকেটকিপার ব্যাটসম্যান। প্রথাগত ঘরানাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ব্যাট করেন নিজস্ব ধরনে। তার পরও বিদেশের লিগে প্রথমবার মাঠে নামার আগে একটু হলেও জড়সড় থাকতে পারতেন। কিন্ত দল থেকেই তাকে দেওয়া হয়েছিল নিজের মত খেলার স্বাধীনতা।
“ওর প্রতি পরামর্শ ছিল যে মাঠে গিয়ে নিজের খেলাটা খেলবে। পরিস্থিতি যা-ই হোক, নিজের মতোই যেন ব্যাটিং করে।”
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
-
‘ব্যাটিংকে খুব সহজ করে ফেলেছে রুট-বেয়ারস্টো’
-
৬ বছর পর র্যাঙ্কিংয়ে সেরা দশের বাইরে কোহলি
-
শাস্তি পেল বাংলাদেশ দল
-
ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
-
সেরা দশে বেয়ারস্টো, ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে পান্ত
-
মুস্তাফিজ বললেন, ‘এখনও শিখছি’
-
ইংল্যান্ডের চেয়ে সাহসী কেউ নয়, দাবি স্টোকসের
সর্বাধিক পঠিত
- কোথায় কখন লোড শেডিং, সময় বেঁধে দেওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর
- সঙ্কট আসতে পারে, প্রস্তুত থাকতে হবে: কাদের
- পিএসজির নতুন কোচ গালতিয়ে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- মোবাইল থেকে ব্যাংকে টাকা পাঠানোর সীমা নির্ধারণ
- এক ম্যাচ নিষিদ্ধ ব্রাজিলিয়ান স্ট্রাইকার রিশার্লিসন
- রুট-বেয়ারস্টোর সেঞ্চুরিতে রেকর্ড গড়ে ভারতকে হারাল ইংল্যান্ড
- লাইসেন্স ছাড়া মোটরসাইকেল নিবন্ধন আর নয়
- আত্মহত্যায় প্ররোচনা: হেনোলাক্সের নুরুল আমিন ও স্ত্রী গ্রেপ্তার
- ফিরে আসা লোড শেডিংয়ে নাজেহাল নগর জীবন