দলে নতুন মনেই হয়নি মিরাজের

আন্তর্জাতিক ক্রিকেটে সবে পা রাখা মেহেদী হাসান মিরাজ কৃতজ্ঞ জাতীয় দলের সিনিয়র ক্রিকেটারদের কাছে। তারা বুঝতেই দেননি দলে এই অলরাউন্ডার নতুন। শুরুর দিন থেকে ১৯ বছর বয়সী ক্রিকেটারকে আপন করে নিয়েছেন তামিম ইকবাল-সাকিব আল হাসানরা।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 30 Oct 2016, 03:06 PM
Updated : 30 Oct 2016, 03:38 PM

গত ফেব্রুয়ারিতেই ছিলেন অনূর্ধ্ব-১৯ দলের অধিনায়ক। কয়েক মাসের ব্যবধানে তিনি এখন টেস্ট দলের গুরুত্বপূর্ণ সদস্য। মিরাজ জানালেন, দল কতটা সহজে গ্রহণ করেছে তাকে।

“আমি যে প্রথম জাতীয় দলে খেলছি আমার কাছে মনেই হয়নি। আমার মনে হয়েছে, আমি অনেক দিন থেকেই জাতীয় দলে খেলছি। আমার এক মুহূর্তের জন্য মনে হয়নি, আমি জাতীয় দলে নতুন ঢুকেছি।”

“বিশেষ করে মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই, রিয়াদ ভাই তারা যেভাবে আমাকে সমর্থন করেছে...। তারা আমাকে অনেক সাহায্য করেছে। তারাসহ সবার প্রতি আমি কৃতজ্ঞ।”

১০৮ রানের জয়ের উদযাপনের শুরুটা ছিল বাঁধনহারা। পরে ইংল্যান্ডের ক্রিকেটারদের সঙ্গে হাত মিলিয়ে মাঠে গোল হয়ে আবার উদযাপন। নিজেদের ড্রেসিংরুমেও ঐতিহাসিক জয় উদযাপন করেছে বাংলাদেশের ক্রিকেটাররা।

“আসলে বুঝতেই তো পারেন আমরা জিতলে সবার ভালো লাগবে এবং আনন্দ করবে।”