ব্যবধান গড়েছে প্রথম ইনিংস: মুশফিক
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 24 Oct 2016 03:06 PM BdST Updated: 24 Oct 2016 05:30 PM BdST
চট্টগ্রাম টেস্ট শুরুর আগেই মুশফিকুর রহিম ধারণা করেছিলেন, প্রথম ইনিংস খুব গুরুত্বপূর্ণ হবে। হয়েছেও তা-ই। বাংলাদেশ অধিনায়ক মনে করছেন, দুই দলের প্রথম ইনিংসই পার্থক্য গড়ে দিয়েছে।
Related Stories
ইংলান্ডের ২৯৩ রানের জবাবে এক পর্যায়ে বাংলাদেশের স্কোর ছিল ৪ উইকেটে ২২১ রান। সেখান থেকে ২৭ রানে শেষ ৬ উইকেট হারিয়ে স্বাগতিকদের ইনিংস গুটিয়ে যায় ২৪৮ রানে। বাংলাদেশে পিছিয়ে থাকে ৪৫ রানে।
“আমার মনে হয় ওই রানটুকুই বড় ব্যবধান গড়ে দিয়েছে। অনেকে বলতে পারেন দ্বিতীয় ইনিংস বেন স্টোকস-জনি বেয়ারস্টোর জুটির কথা। এটা অবশ্যই বড় জুটি ছিল।
“আমার মনে হয় প্রথম ইনিংসটা খুব গুরুত্বপূর্ণ ছিল আমাদের জন্য। লিড নিতে না পারলেও আমরা যদি ২৯০ বা ২৮০ রানও করতাম...। ওরা দ্বিতীয় ইনিংসে ২৪০ রান করেছে আমরা ২৬৩ রান করেছি। সেদিক থেকে বলব ওই রানটাই এই টেস্টে ম্যাটার করেছে।”
প্রথম ইনিংসের সেই লিড প্রসঙ্গ আসতেই আবারও উঠে সাকিব আল হাসানের আউটের ধরন নিয়ে প্রশ্ন। দিনের দ্বিতীয় বলেই তেড়েফুঁড়ে মারতে গিয়ে স্টাম্পড হন এই বাঁহাতি ব্যাটসম্যান। বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডারের শট অপ্রত্যাশিত ছিল অধিনায়কের কাছেও।
“তার মতো একজন অভিজ্ঞ খেলোয়াড়ের কাছ থেকে আমরা কেউই এটা আশা করিনি। ও নিজেই জানে কাজটা ও ঠিক করে নাই। দলে সে যত প্রভাব ফেলবে তা আমাদের দলের জন্য আরও ভালো হবে। সে নিজেও জানে। এই পরিস্থিতে ভবিষ্যতে যে থাকবে সে চেষ্টা করবে জিনিসগুলো থেকে শেখার। আশা করি, ভবিষ্যতে এটা শুধরাবো।”
-
কোহলির রোগের দাওয়াই দিলেন বয়কট
-
‘ওপেন করলে গিলক্রিস্টের মতোই ভয়ঙ্কর হতে পারে পান্ত’
-
শ্রীলঙ্কার আরও তিন ক্রিকেটার কোভিড পজিটিভ
-
গায়ানার উইকেটে স্পিনে সুবিধা দেখছেন মাহমুদউল্লাহ
-
বাংলাদেশের বোলিংয়ে অধিনায়কের অগাধ আস্থা
-
প্রায় তিন বছর পর বাংলাদেশ ‘এ’ দলের সিরিজ
-
টি-টোয়েন্টি লিগের ইতিবাচক প্রভাব দেখছেন অরবিন্দ ডি সিলভা
-
অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
সর্বাধিক পঠিত
- শাস্তি পেল বাংলাদেশ দল
- শ্রীলঙ্কা ‘দেউলিয়া’ হয়ে গেছে: রনিল বিক্রমাসিংহে
- বিদ্যুৎকেন্দ্র চালু রাখাটাই কষ্টকর হয়ে গেছে: প্রধানমন্ত্রী
- হোমিও থেকে হেনোলাক্সের ব্যবসাতেই কোটিপতি নুরুল আমিন
- অনেক রদবদলের ওয়ানডে দলে অধিনায়ক ধাওয়ান
- ইতিহাস গড়ে বিশ্বকাপে ইন্দোনেশিয়া
- দেম্বেলে আর আমাদের খেলোয়াড় নয়: লাপোর্তা
- ‘নেইমারকে দলে চাইবে না কোন কোচ?’
- এবার লঞ্চে মোটরবাইক তোলা নিষিদ্ধ
- ধর্ম শিক্ষা ছিল, আছে, থাকবে: দীপু মনি