ফ্লাওয়ারের পর কেবল বেয়ারস্টো
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 20 Oct 2016 03:38 PM BdST Updated: 20 Oct 2016 08:54 PM BdST
টেস্ট ক্যারিয়ার পুনরুজ্জীবিত হয়েছে গত বছর; জায়গা থিতু করেছেন দারুণ কিছু পারফরম্যান্সে। আর এ বছর উইকেটের সামনে-পেছনে কাটাচ্ছেন দারুণ সময়। জনি বেয়ারস্টোর সেই উন্নতির সাক্ষী এখন রেকর্ড বই। ইংলিশ উইকেটকিপার ব্যাটসম্যান ছুঁয়েছেন দারুণ এক মাইলফলক।
Related Stories
বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে এই বছর হাজার রান পূরণ করেছেন বেয়ারস্টো। উইকেটকিপার ব্যাটসম্যান হিসেবে টেস্ট ইতিহাসে এক পঞ্জিকাবর্ষে হাজার রানের মাইফলক স্পর্শ করতে পেরেছিলেন আগে কেবল একজন!
২০০০ সালে কিপার-ব্যাটসম্যান হিসেবে ১ হাজার ৪৫ রান করেছিলেন অ্যান্ডি ফ্লাওয়ার। বেয়ারস্টোর প্রয়োজন ছিল মাত্র ৮ রান। উইকেটে যাওয়ার খানিক পর সাকিব আল হাসানকে টানা দুই চারে বেয়ারস্টো পৌঁছে যান হাজারে।

ফ্লাওয়ারের পর উইকেটকিপার-ব্যাটসম্যান হিসেবে হাজারের কাছাকাছি যেতে পেরেছিলেন এবি ডি ভিলিয়ার্স। ২০১৩ সালে ৭৭.৭৫ গড়ে ৯৩৩ রান করেছিলেন। সে বছর করা তার ৪ সেঞ্চুরি কিপার-ব্যাটসম্যান হিসেবে এক পঞ্জিকাবর্ষের রেকর্ড।
২০০০ সালে হাজার রানের পর ২০০১ সালেই আবার ৮৯.৯০ গড়ে ৮৯৯ রান করেছিলেন ফ্লাওয়ার।
-
ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
-
২০২৩ আইপিএলেও চেন্নাইয়ের ‘অধিনায়ক’ ধোনি
-
নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
-
১১ বছর পর ইংলিশ ক্রিকেটে পোলার্ড
-
এশিয়া কাপ ও বিশ্বকাপ জয়ের জন্য সব করতে প্রস্তুত কোহলি
-
কোভিড পজিটিভ নিউ জিল্যান্ড দলের ৩ জন
-
নেটে দেড় ঘণ্টা ব্যাটিংয়ের পর কোহলির ৭৩
-
অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
সর্বাধিক পঠিত
- ‘পোশাকে আপত্তি তুলে’ তরুণী লাঞ্ছিত নরসিংদী স্টেশনে
- শিক্ষক হতে এসে ফিরলেন তারা লাশ হয়ে
- নাঈমের বিকল্প ভাবনায় কয়েকজন
- ‘গণকমিশনের' নামে বিশৃঙ্খলা করলে ব্যবস্থা: স্বরাষ্ট্রমন্ত্রী
- মাঙ্কিপক্স নিয়ে জরুরি বৈঠকে বসছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- ফাইনালের একাদশ ঠিক করে ফেলেছেন আনচেলত্তি
- অবশেষে নায়ক কোহলি, টিকে রইল বেঙ্গালোর
- ওভারে ৬ বাউন্ডারি হাঁকিয়ে ১৯ বলে ফিফটি মইনের
- স্বর্ণ উদ্ধার করে মাদকের মামলা: চাকরি গেল এসপি আলতাফের
- টিভি সূচি (শুক্রবার, ২০ মে ২০২২)