প্রস্তুতি ম্যাচের দলে তাসকিন

ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচের বিসিবি একাদশে নেওয়া হয়েছে তাসকিন আহমেদকে। চোটপ্রবণ এই পেসার তার ১০টি প্রথম শ্রেণির ম্যাচের শেষটি খেলেছিলেন সাড়ে তিন বছরের বেশি সময় আগে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 14 Oct 2016, 05:39 AM
Updated : 14 Oct 2016, 05:40 AM

২০১৪ সালের জুনে আন্তর্জাতিক অভিষেকের পর এ পর্যন্ত ২০টি ওয়ানডে ও ১৩টি টি-টোয়েন্টি খেলেছেন তাসকিন। চোটের কথা বিবেচনা করেই গতির ঝড় তোলা এই পেসারকে টেস্ট দলে ভাবা হয় না।

টেস্টে শক্তিশালী দলগুলোকে দুইবার অলআউট করার মতো বোলারের ঘাটতি রয়েছে বাংলাদেশের। চোটের জন্য মুস্তাফিজুর রহমান না থাকায় এবার আরও বড় চ্যালেঞ্জের মুখে পড়তে হবে মুশফিকুর রহিমের।

অ্যালেস্টার কুকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে প্রস্তুতি ম্যাচে নিজেদের সব বিকল্পই পরীক্ষা করে দেখতে চায় বাংলাদেশ। তাই পূর্বঘোষিত দলে না থাকলেও ওয়ানডেতে দারুণ বোলিং করা তাসকিনও ডাক পেলেন।   

প্রথম শ্রেণির ক্রিকেটে ১০ ম্যাচে ২৯ গড়ে ২৪ উইকেট নিয়েছেন তাসকিন। এই ডানহাতি পেসারের সেরা ৬৬ রানে ৪ উইকেট। ২০১৩ সালের ফেব্রুয়ারির পর আর এই সংস্করণে খেলেননি তিনি।