‘আগে বোলিং করলে এখানে পরে আসতাম’

ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনেই মাশরাফির বিন মুর্তজা জানিয়েছিলেন, তৃতীয় ওয়ানডেতে টস খুব গুরুত্বপূর্ণ হবে। ম্যাচ শেষে আভাসে অধিনায়ক জানিয়ে দিলেন, দিন শেষে টসই ম্যাচের ফল নির্ণায়ক হয়ে গেছে।

ক্রীড়া প্রতিবেদকবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 12 Oct 2016, 06:07 PM
Updated : 12 Oct 2016, 08:29 PM

বুধবার জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস হেরে ফিল্ডিং নেয় ইংল্যান্ড। বাংলাদেশের অধিনায়ক সে সময়ই জানিয়েছিলেন, টস জিতলে তিনিও ফিল্ডিংই নিতেন।

সিরিজে টানা তিন ম্যাচেই টসে হারা বাংলাদেশ জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে স্পিনারদের ঠিকভাবে ব্যবহার করতেই পারেনি। বিশ্বের অন্যতম সেরা স্পিনার সাকিব আল হাসানকে দিয়ে পর্যন্ত ১০ ওভারের কোটা পূরণ করাতে পারেননি মাশরাফি।

বাংলাদেশের ইনিংসে বিশাল সব টার্ন পেলেন আদিল রশিদ, মইন আলি। বল এলো থেমে। সেখানে ইংল্যান্ডের ইনিংসের সময় উইকেট পুরোপুরি ফ্ল্যাট হয়ে গেল। শিশিরের জন্য হয়ে গেল ব্যাটিং স্বর্গ।

ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে টস হারার আক্ষেপ ঝরল মাশরাফির কণ্ঠে, “আজকে যদি আমরা আগে বোলিং করতাম সংবাদ সম্মেলনে আমি পরে আসতাম। আমার কাছে তাই মনে হয়।”

বিজয়ী দলের অধিনায়ক সব সময়ই সংবাদ সম্মেলনে পরে আসেন।

নিজের স্পিনারদের সংগ্রাম করতে দেখতে খারাপই লেগেছে অধিনায়কের।

“আমার মনে হয়েছে ওদের স্পিনাররা শতভাগ সুবিধা উইকেট থেকে নিতে পেরেছে সেখানে আমার দশ ভাগও নিতে পারিনি। এখানেই আমাদের পার্থক্য গড়ে দিয়েছে।”