'২০ রান কম ছিল'

শিরোপা জয়ের এক ধাপ দূর থেকে ভেঙে গেছে স্বপ্ন। বাংলাদেশ অধিনায়কের কণ্ঠে তাই হতাশা। মাশরাফি বিন মুর্তজার মতে আর ২০ রান হলে চিত্রটা হয়তো ভিন্ন হতে পারতো।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 6 March 2016, 08:35 PM
Updated : 6 March 2016, 08:55 PM

রোববার মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বৃষ্টি বিঘ্নিত ফাইনালে টস হেরে ব্যাট করতে নেমে ১৫ ওভারে ৫ উইকেটে ১২০ রান করে বাংলাদেশ। জবাবে ১৩.৫ ওভারে ২ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌছে যায় মহেন্দ্র সিং ধোনির দল।

প্রতিপক্ষকে বড় লক্ষ্য দিতে না পারলেও ইনিংসের শুরুতে রোহিত শর্মাকে (১) রানে ফিরিয়ে দিয়ে দারুণ কিছুর ইঙ্গিত দিয়েছিল বাংলাদেশ। কিন্তু শেষ পর্যন্ত তার বাস্তবায়ন করতে পারেনি তারা।

এ প্রসঙ্গে মাশরাফি বলেন, “আমি ভেবেছিলাম ১৩৫-১৪০ ডিফেন্ড করার মতো ভালো স্কোর ছিল। যদি ২০টা রান বেশি করতে পারতাম অথবা শুরুতেই আরও একটা-দুইটা উইকেট নিতে পারতাম তাহলে খেলা অন্যরকম হতে পারতো।"

বৃষ্টি ভেজা মাঠে টস হেরে যাওয়াটাও বড় একটা ফ্যাক্টর ছিল বলে জানান মাশরাফি।

“দ্বিতীয় ইনিংসে উইকেট ব্যাট করার জন্য ভালো ছিল। তাই অবশ্যই টসে হেরে যাওয়াটা অন্যতম গুরুত্বপূর্ণ ছিল।”