পৃথিবীর আলোয় সাকিব-শিশিরের ‘রাজকন্যা’
ক্রীড়া প্রতিবেদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published: 09 Nov 2015 11:17 AM BdST Updated: 11 Nov 2015 09:20 PM BdST
বাবা হলেন সাকিব আল হাসান। নিউ ইয়র্কে উম্মে আল হাসান শিশিরের কোল জুড়ে এসেছে কন্যা সন্তান।
বিশ্বের সেরা এই অলরাউন্ডার সোমবার নিজেই ফেইসবুকে ‘একটি টুকরো স্বর্গের’ পৃথিবীতে নেমে আসার খবর জানিয়েছেন ভক্তদের।
“শিশির ও আমাদের আদরের রাজকন্যা সুস্থ আছে।… আমাদের জন্য দোয়া করবেন, বিশেষ করে আমাদের মেয়ের জন্য, যাতে সে গড়ে উঠতে পারে তার পূর্ণ প্রতিভায়, মমতায় ও সকলের ভালবাসায়।”
সাকিবের মা শিরিন আখতার সোমবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা রাত দুটোয় খবরটি পেয়েছি। মা-মেয়ে দুজনই ভালো আছে। দাদু হয়েছি, এই ভালোলাগা কোনোভাবেই বোঝানোর মত নয়। দেশের সবার কাছে আমার ছেলে, ছেলের বউ ও নাতনির জন্য দোয়া চাই।”
কন্যার বাবা হচ্ছেন- এ খবর কিছুদিন আগেই ফেইসবুকে জানিয়েছিলেন সাকিব। স্ত্রীর সঙ্গে ছবি দিয়ে লিখেছিলেন, “রাজকন্যার জন্য অপেক্ষা।”
বাবা হওয়ার অপেক্ষায় ছিলেন বলে জিম্বাবুয়ে সিরিজ থেকে চাইলেই ছুটি নিতে পারতেন সাকিব। বিসিবি তাকে সেই সুযোগ দিয়েছিল। কিন্তু স্ত্রীর অনুরোধেই দেশের হয়ে খেলতে চলে আসেন। প্রথম ম্যাচে নেন পাঁচ উইকেট।
শিশিরকে হাসপাতালে ভর্তি করার খবর জেনে রোববার রাতে জরুরি ভিত্তিতে নিউ ইয়র্কের উদ্দেশ্যে উড়াল দেন সাকিব। কিন্তু তার মা জানালেন, সাকিব বাবা হওয়ার খবর পেয়েছেন পথেই।
“দুবাই বিমানবন্দরে অপেক্ষার সময় সাকিবের সঙ্গে কথা হয়েছে আমার। সেখানেই বাবা হওয়ার খবর পেয়েছে ও। আজ গিয়ে মেয়ের মুখ দেখবে। আমারও নাতনির মুখ দেখতে ইচ্ছে করছে। সম্ভব হলে যাব শিগগিরই।”
-
বাটলারের বিস্ফোরক সেঞ্চুরিতে ফাইনালে রাজস্থান, কোহলিদের বিদায়
-
বিপর্যয়ের ব্যাখ্যা নেই কোচের কাছেও
-
কোচের আশা পূরণ করতে পারেননি মোসাদ্দেক
-
তিন সংস্করণেই এক নম্বর হবেন বাবর, কার্তিকের ভবিষ্যৎবাণী
-
শ্রদ্ধা আর স্মৃতিচারণে সাইমন্ডসকে শেষ বিদায়
-
মুমিনুলের সঙ্গে খোলামেলা আলোচনা করবেন বিসিবি সভাপতি
-
মুমিনুলের ওপর ভরসা রাখছেন ডমিঙ্গো
-
আসিথার ক্যাচে লিটনের বিদায়ই ‘টার্নিং পয়েন্ট’
সর্বাধিক পঠিত
- ২৫ বছরের চেষ্টা বিফল, বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে কানাডা
- পরিসংখ্যানে রিয়াল-লিভারপুল ফাইনাল
- হতাশাজনক ব্যাটিংয়ে হেরে গেল বাংলাদেশ
- বিসিএসে বসা হলো না পিংকীর, সড়কে ঝরল প্রাণ
- রাশিয়া নিয়ে ‘খেলা থামান’, যুদ্ধ বন্ধ করুন: পশ্চিমাদের জেলেনস্কি
- ‘কোহলি-ধোনিদের মতো একই ধাতুতে গড়া নয় রাহুল’
- সিটিতে আসার আগে ম্যাচে ৬ গোল আর্জেন্টাইন ফরোয়ার্ডের!
- টিভি সূচি (শুক্রবার, ২৭ মে ২০২২)
- উত্তর কোরিয়ার বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার প্রস্তাবে চীন, রাশিয়ার ভিটো
- সাবেক ওসি সিদ্দিকের ‘৫১ কোটি টাকার সম্পত্তি’ বাজেয়াপ্তের আবেদন