পুরো আসরে ছেলার ছাড়পত্র পেতে পারেন রিশাদ, শুরু থেকে লিটনের খেলার সম্ভাবনা কম, বিসিবি সবচেয়ে বেশি সাবধানী থাকবে নাহিদ রানার ক্ষেত্রে।
Published : 14 Jan 2025, 12:41 PM
আন্তর্জাতিকের ক্যারিয়ারের বছর পূর্ণ হওয়ার আগেই বিদেশি লিগে ডাক পেয়ে গেছেন গতির ঝড় তুলে নজর কাড়া নাহিদ রানা। ধারাবাহিক পারফরম্যান্সে আরও একটি ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের দুয়ার খুলেছে রিশাদ হোসেনের জন্য। বাংলাদেশের চ্যাম্পিয়ন্স ট্রফির দল থেকে বাদ পড়ার পর দিন লিটন কুমার দাসও পেয়েছেন সুখবর। এরপরই আসছে অবধারিত প্রশ্ন, দল পেলেও খেলতে যেতে পারবেন তো বাংলাদেশের এই তিন ক্রিকেটার?
লাহোরে সোমবার হয়ে গেছে পাকিস্তান সুপার লিগের (পিএসএল) দশম আসরের প্লেয়ার্স ড্রাফট। ডায়মন্ড বিভাগ থেকে রিশাদকে নিয়েছে লাহোর কালান্দার্স। গোল্ড বিভাগ থেকে নাহিদকে নিয়েছে পেশাওয়ার জালমি, করাচি কিংসে সুযোগ পেয়েছেন লিটন।
নাহিদকে 'স্পিডস্টার' উল্লেখ করে গোল্ড বিভাগের প্রথম ডাকেই দলে নিয়েছেন পেশাওয়ারের ক্রিকেট ডিরেক্টর ও বোলিং কোচ মোহাম্মদ আকরাম। এখনও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া তরুণ পেসার স্বীকৃত টি-টোয়েন্টিতে ১২ ম্যাচে নিয়েছেন ১৩ উইকেট।
চলতি বিপিএল ও এর আগে বাংলাদেশের হয়ে টেস্ট-ওয়ানডেতে গতির সঙ্গে চমৎকার নিয়ন্ত্রণ ও বাউন্সের মিশেলে নিজের কার্যকরিতার প্রমাণ দিয়েছেন নাহিদ। সেই পথ বেয়েই মূলত দেশের বাইরের লিগে প্রথম সুযোগ পেয়েছেন ২২ বছর বয়সী পেসার।
বিদেশি টুর্নামেন্টে ডাক পাওয়ার দিক থেকে এটি রিশাদের তৃতীয় লিগ। কিন্তু ভিসা জটিলতার কারণে কানাডার গ্লোবাল টি-টোয়েন্টি ও জাতীয় দলের ব্যস্ততাসহ বিপিএল ও নানা বাস্তবতায় অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে খেলতে যাওয়া হয়নি তরুণ লেগ স্পিনারের।
এবার পিএসএলে ডায়মন্ড বিভাগে নিবন্ধন করলেও রিশাদকে সিলভার বিভাগ থেকে দলে নিয়েছে লাহোর। লিটনের ক্ষেত্রেও তা-ই। গোল্ড বিভাগে থাকা স্টাইলিশ ব্যাটসম্যানকে সিলভার বিভাগে দলভুক্ত করেছে করাচি।
দেশের বাইরের লিগে রিশাদ-নাহিদের চেয়ে লিটনের অভিজ্ঞতা বেশি। এরই মধ্যে আইপিএলে কলকাতা নাইট রাইডার্স, এলপিএলে গল টাইটান্স ও সিপিএলে জ্যামাইকা তালাওয়াসের হয়ে খেলেছেন উইকেটকিপার-ব্যাটসম্যান। তবে রিশাদ ও নাহিদের মতো তারও এবার পিএসএল অভিষেকের হাতছানি।
চ্যাম্পিয়ন্স ট্রফির কারণে এবার পিছিয়ে গেছে পিএসএলের সূচি। আগামী ৮ এপ্রিল থেকে ১৯ মে পর্যন্ত হওয়ার কথা টুর্নামেন্টের দশম আসর। ওই সময় জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজ খেলার কথা বাংলাদেশের।
তবে এখনও বাকি প্রায় তিন মাস। তাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের পক্ষ থেকে তিন ক্রিকেটারের পিএসএল খেলার সম্ভাবনা নিয়ে জানতে চাওয়া হলে এখনই বেশি কিছু বলতে চাইলেন না বিসিবির ক্রিকেট পরিচালনা বিভাগের ইনচার্জ শাহরিয়ার নাফীস।
“এখনও তো আসলে অনেক সময় বাকি। অনাপত্তিপত্রের বিষয়টা আগে ক্রিকেটারদের কাছ থেকে আবেদন আসতে হবে। লিটন, রিশাদ আর নাহিদ যেহেতু সুযোগ পেয়েছে, ওরা অনাপত্তিপত্রের জন্য আবেদন করলে তারপর প্রক্রিয়াটা শুরু হবে।”
সেই প্রক্রিয়াটা কেমন, সেটিও ব্যাখ্যা করলেন বাংলাদেশের প্রথম টি-টোয়েন্টি অধিনায়ক।
“বৈশ্বিক ক্রিকেটের বাস্তবতা সবারই বুঝতে হবে। বিদেশি লিগের ছাড়পত্র দিতে তাই কোনো সমস্যা নেই। এসব ক্ষেত্রে মূলত আন্তর্জাতিক ব্যস্ততা প্রাধান্য পায়। এছাড়া নির্দিষ্ট ক্রিকেটারের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট, কোনো ইনজুরি শঙ্কা আছে কি না, সেসব বিবেচনা করা হয়। এসব ইতিবাচক থাকলে যত বেশি দিনের জন্য সম্ভব, ছুটি দেওয়া হবে।”
আন্তর্জাতিক ব্যস্ততার প্রসঙ্গেই বাধাগ্রস্ত হতে পারে নাহিদ ও লিটনের ছাড়পত্র। আগামী ১৫ এপ্রিল থেকে ২ মে পর্যন্ত জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলার কথা রয়েছে বাংলাদেশের। তাই পিএসএলের শুরু থেকে তাদের খেলার সম্ভাবনা নেই বললেই চলে।
তবে এখনও টেস্ট না খেলায় রিশাদ পুরো সময়ের জন্যই অনাপত্তিপত্র পেতে পারেন, এমনটাই আভাস দিলেন নাফীস।
“আগেই যেটা বললাম, প্রক্রিয়াটা শুরু হবে ক্রিকেটারদের কাছ থেকেই। জিম্বাবুয়ের বিপক্ষে আমাদের টেস্ট সিরিজ আছে। তবে রিশাদ যেহেতু টেস্ট খেলে না, তাই (পুরো আসরে ছুটি পাওয়ার) সম্ভাবনার কথা বলাই যায়। সিদ্ধান্ত অবশ্যই পরে হবে।”
“বাকি দুজনের ক্ষেত্রেও বোর্ড নমনীয় পথেই হাঁটবে। ওয়ার্কলোডের বিষয়টা পেসারদের ক্ষেত্রে একটু বেশি থাকে। ব্যাটসম্যানদের জন্য এটা তুলনামূলক কম। সব কিছু বিবেচনা করে যত বেশি মেয়াদে সম্ভব, অনাপত্তিপত্র দেওয়া হবে।”
নাফীস জানান, শুধু টুর্নামেন্ট চলাকালীন আন্তর্জাতিক ব্যস্ততাই নয়, এর আগে-পরে খেলা থাকলে সেটিও বিবেচনায় রাখে বোর্ড। এদিক থেকেই হয়তো আরও কমতে পারে নাহিদের পিএসএল খেলার আশা।
বিপিএলে রংপুর রাইডার্সের হয়ে এরই মধ্যে টানা সাত ম্যাচে খেলছেন ২২ বছর বয়সী। টুর্নামেন্ট শেষেই শুরু হয়ে যাবে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির তোড়জোড়। সংযুক্ত আরব আমিরাত ও পাকিস্তানে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে ফেরার পর দেশের মাটিতে জিম্বাবুয়ে সিরিজ।
এরপর পিএসএল খেলার মতো কিছুদিনের বিরতি পাবেন নাহিদ। কিন্তু আইসিসির ভবিষ্যৎ সফরসূচি অনুযায়ী পিএসএল শেষ হতেই পাকিস্তানের মাটিতে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি খেলার কথা বাংলাদেশের।
এত টানা খেলার ফাঁকে অল্প কিছু দিনের জন্য পিএসএল খেলার অনাপত্তিপত্র নাহিদ পাবেন কি না বা সেটুকু সময়ের জন্য দল তাকে নিতে চাইবে কি না, সেটিই এখন বড় প্রশ্ন।