মুম্বাইয়ে বেহরেনডর্ফের বদলি লুক উড

ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে ইংলিশ পেসারকে দলে নিয়েছে পাঁচবারের চ্যাম্পিয়নরা।

স্পোর্টস ডেস্কবিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
Published : 18 March 2024, 04:51 PM
Updated : 18 March 2024, 04:51 PM

প্রথমবার আইপিএলে সুযোগ পেয়েছেন লুক উড। চোটে পড়া অস্ট্রেলিয়ান পেসার জেসন বেহরেনডর্ফের বদলি হিসেবে ইংলিশ পেসারকে দলে নিয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স।

গত ডিসেম্বরের আইপিএলের নিলামে নাম দিয়েছিলেন উড। তখন তাকে দলে টানেনি কোনো ফ্র্যাঞ্চাইজি। এবার ভিত্তিমূল্য ৫০ লাখ রুপিতে তাকে দলে নিল পাঁচবারের চ্যাম্পিয়নরা।

ইংল্যান্ডের হয়ে ৫ টি-টোয়েন্টি খেলে ৮ উইকেট নিয়েছেন ২৮ বছর বয়সী উড। স্বীকৃত টি-টোয়েন্টিতে ১৪০ ম্যাচে বাঁহাতি এই পেসারের শিকার ১৪৭ উইকেট। বিগ ব্যাশ, পিএসএল ও কদিন আগে শেষ হওয়া বিপিএলে খুলনা টাইগার্সের হয়ে খেলেছেন তিনি।

গত মৌসুমে মুম্বাইয়ের হয়ে ১২ ম্যাচে ১৪ উইকেট নেওয়া বেহরেনডর্ফের চোট দলটির পেস বোলিংয়ে বড় ধাক্কা হয়ে আসে। এদিকে, বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে হ্যামস্ট্রিংয়ে চোট পেয়েছেন লঙ্কান পেসার দিলশান মাদুশাঙ্কা। তাকেও আইপিএলের শুরুর দিকে পাওয়া নিয়ে অনিশ্চয়তায় আছে মুম্বাই।

এছাড়া, দক্ষিণ আফ্রিকান পেসার জেরল্ড কুটসিয়া চোট থেকে সেরে ওঠার পথে আছেন। তবে আইপিএলের শুরুর কয়েকটি ম্যাচে তাকে নাও পেতে পারে মুম্বাই।

একটি সুসংবাদ অবশ্য আছে মুম্বাইয়ের জন্য। সোমবার সংবাদ সম্মেলনে তাদের নতুন অধিনায়ক হার্দিক পান্ডিয়া নিশ্চিত করেছেন, বোলিং করতে পুরোপুরি ফিট আছেন তিনি।

চোটের সঙ্গে লড়ছেন মুম্বাইয়ের তারকা ব্যাটসম্যান সুরিয়াকুমার ইয়াদাভও। আগামী রোববার গুজরাট টাইটান্সের বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে বিধ্বংসী এই ব্যাটসম্যানের খেলা নিয়ে রয়েছে সংশয়।