বিগ ব্যাশের দলটিতে তিন বছরের চুক্তিতে সহকারী কোচ হিসেবে যোগ দিয়েছেন এই অস্ট্রেলিয়ান।
Published : 05 Sep 2024, 08:11 PM
ইংল্যান্ডের দায়িত্ব ছাড়ার পর নতুন চ্যালেঞ্জ নিতে বেশি সময় নিলেন না ম্যাথু মট। সহকারী কোচ হিসেবে তিনি যোগ দিয়েছেন অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট বিগ ব্যাশের দল সিডনি সিক্সার্সে।
৫০ বছর বয়সী মটের সঙ্গে তিন বছরের চুক্তি করেছে সিক্সার্স। দলটিতে ক্যামেরন হোয়াইটের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি। চলতি বছরের শুরুতে প্রধান কোচ হিসেবে মেলবোর্ন রেনেগেডসে যোগ দিয়েছেন হোয়াইট।
অস্ট্রেলিয়ার নারী দলের প্রধান কোচ হিসেবে সাত বছর কাজ করেন মট। ২০১৫ সালে দায়িত্ব নেওয়ার পর দলটিকে নতুন উচ্চতায় নিয়ে যান তিনি। তার কোচিংয়ে নারী ওয়ানডে বিশ্বকাপে শিরোপা জেতে অস্ট্রেলিয়া। জেতে টানা চারটি অ্যাশেজ। ২০১৮ ও ২০২০ টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপাও জেতে অস্ট্রেলিয়া। ওয়ানডেতে তাদের টানা ২৬ জয় পুরুষ ও নারী ক্রিকেট মিলিয়েই সর্বোচ্চ।
এরপর ২০২২ সালে সাদা বলের ক্রিকেটে ইংল্যান্ড দলের দায়িত্ব নেন মট। সেখানেও তার শুরুটা হয় দুর্দান্ত। তার কোচিংয়ে ওই বছর টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতে ইংলিশরা।
কিন্তু এরপর সীমিত ওভারের ক্রিকেটে ইংল্যান্ডের পারফরম্যান্স পড়তে শুরু করে। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে শিরোপা ধরে রাখার অভিযানে তারা প্রাথমিক পর্বই পার হতে পারেনি। চলতি বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপও তারা খেলে শিরোপাধারী হিসেবে। সেখানে সেমি-ফাইনালে হেরে যায় ভারতের বিপক্ষে।
দলের এমন পারফরম্যান্সে চাপের মুখে ছিলেন মট। পরে গত জুলাইয়ে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন তিনি।