বাংলাদেশ প্রিমিয়ার লিগ
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন শাহিন শাহ আফ্রিদি আর চিটাগং কিংসের শুভেচ্ছাদূত হিসেবে যোগ দেবেন তার শ্বশুর শাহিদ আফ্রিদি।
Published : 28 Dec 2024, 06:27 PM
‘দুই দিন আগেও আমরা একসঙ্গে ব্যাডমিন্টন খেলেছি’ শাহিদ আফ্রিদির প্রসঙ্গ আসতেই হাসতে হাসতে বললেন শাহিন শাহ আফ্রিদি। ব্যক্তিগত জীবনে জামাতা ও শ্বশুর সম্পর্কের দুই আফ্রিদি বিপিএলে একে অপরের প্রতিদ্বন্দ্বী। তবে মাঠে অবশ্য শুধু শাহিনই নামবেন। শ্বশুর শাহিদের সঙ্গে মাঠে মোকাবিলা করতে না হওয়ায় হাঁফ ছেড়েই যেন বাঁচলেন বাঁহাতি পেসার।
আগামী সোমবার শুরু হতে যাওয়া বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলবেন শাহিন। একই টুর্নামেন্টে চিটাগং কিংসের মেন্টর ও শুভেচ্ছাদূত হিসেবে আসবেন তার শ্বশুর শাহিদ। যিনি এর আগে বিপিএলের ছয় আসরে খেলেছেন ভিন্ন পাঁচটি দলের হয়ে।
খেলোয়াড়ি জীবনের ইতি টেনে এবার নতুন দায়িত্বে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে আসবেন শাহিদ। তার সঙ্গে মাঠে মোকাবিলা করতে না হওয়ায় স্বস্তিই পাচ্ছেন শাহিন।
বিপিএল খেলতে শুক্রবার রাতে বাংলাদেশ এসেছেন শাহিন। পরদিনই দলের সঙ্গে অনুশীলন করেছেন ২৪ বছর বয়সী পেসার। পরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে শাহিদের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতার বিষয়ে কথা বলেন তিনি।
“খুব ভালো ব্যাপার এটি (শাহিদ আফ্রিদির সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা)। আমার জন্য ভালো বিষয় হলো, তিনি খেলবেন না। তাই মাঠে আমাদের মোকাবিলা করতে হবে না (হাসি)। তিনি মেন্টর হিসেবে আসছেন। আশা করি, বাংলাদেশের তরুণ ক্রিকেটাররা তার কাছ থেকে অনেক কিছু শিখতে পারবে।”
মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচে দুর্বার রাজশাহীর মুখোমুখি হবে বরিশাল। পরদিন খুলনা টাইগার্সের বিপক্ষে চিটাগং কিংসের প্রথম ম্যাচ। মেন্টর ও শুভেচ্ছাদূতের দায়িত্ব নিতে রোববার বাংলাদেশে আসবেন শাহিদ আফ্রিদি।