আগামী বছর শেষ হবে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহী হিসেবে নিক হকলির পাঁচ বছরের অধ্যায়।
Published : 06 Aug 2024, 06:41 PM
চাকরি ছাড়ছেন নিক হকলি। পাঁচ বছর দায়িত্ব পালনের পর আগামী বছরের মার্চে ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাহীর পদ থেকে সরে দাঁড়াবেন তিনি।
অস্ট্রেলিয়ান ক্রিকেটে বিভিন্ন পদে ১৩ বছর কাজ করেছেন হকলি। ২০২০ সালে কোভিড মহামারীর সময় কেভিন রবার্টসের পদত্যাগের পর অন্তর্বর্তীকালীন প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব নেন তিনি। কঠিন সময়ে দায়িত্ব নিয়ে দেশের ক্রিকেটকে অনেকটাই স্বাভাবিক অবস্থায় নিয়ে আসতে ভূমিকা রাখেন তিনি। ২০২১ সালে তাকে পূর্ণ মেয়াদে দায়িত্ব দেওয়া হয়।
কোভিডের সময় দায়িত্ব নিয়ে বেশ কিছু চ্যালেঞ্জের মুখে পড়েছিলেন হকলি। সীমান্ত বন্ধের মধ্যে ভারতের সঙ্গে টেস্ট সিরিজ আয়োজন, অর্থনৈতিক স্থিতিশীলতা বৃদ্ধির চ্যালেঞ্জ মোকাবেলা করতে হয় তাকে।
প্রধান নির্বাহী হিসেবে হকলির শেষ মৌসুমেও আগামী নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারিতে দেশের মাটিতে ভারতের বিপক্ষে সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। জানুয়ারি মাসে মেয়েদের অ্যাশেজও আয়োজন করবে তারা।