ভারতীয় ক্রিকেট
গত ওয়ানডে বিশ্বকাপের ফাইনালের পর এই প্রথম কোনো ম্যাচ খেলতে যাচ্ছেন ভারতের অভিজ্ঞ পেসার।
Published : 12 Nov 2024, 06:16 PM
দীর্ঘ দিন পুনর্বাসনের পর অবশেষে সেরে উঠেছেন মোহাম্মদ শামি। প্রায় এক বছর পর রাঞ্জি ট্রফি দিয়ে মাঠে ফিরতে যাচ্ছেন ভারতের এই অভিজ্ঞ পেসার। মধ্য প্রদেশের বিপক্ষে পরের ম্যাচের দলে তাকে রেখেছে বেঙ্গল।
ইন্দোরে বুধবার শুরু হবে দুই দলের মাঠের লড়াই। গত বছরের ১৯ নভেম্বর ওয়ানডে বিশ্বকাপ ফাইনালের পর এটি হবে শামির প্রথম ম্যাচ।
ডান পায়ের অ্যাঙ্কেলের চোটে ভুগছিলেন শামি। পরে গত মার্চে তার অস্ত্রোপচার করানো হয়। সফল অস্ত্রোপচারের পর সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশ সিরিজ দিয়ে ফেরার আশা ছিল তার। কিন্তু আশানুরূপ উন্নতি না হাওয়ায় নিউ জিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজেও ফেরা হয়নি ৩৪ বছর বয়সী পেসারের।
ওই চোট থেকে পুরোপুরি সেরে না উঠতেই নতুন সমস্যায় পড়েন শামি। হুট করে তার বাঁ হাঁটুর এক অংশ ফুলে যায়। যে কারণে পুনরায় বেঙ্গালুরুতে ন্যাশনাল ক্রিকেট একাডেমিতে সেরে ওঠার লড়াইয়ে নামতে হয় গত ওয়ানডে বিশ্বকাপে ৭ ম্যাচে সর্বোচ্চ ২৪ উইকেট নেওয়া এই পেসারের।
অস্ট্রেলিয়া পর্যবেক্ষণ সফরের জন্য নিবিড়ভাবে করা হয় শামিকে। সিরিজটিতে খেলার আশায় ছিলেন এই পেসার। অস্ট্রেলিয়া সফরের জন্য ফিট হয়ে উঠতে রাঞ্জি ট্রফিতে একটি-দুটি ম্যাচ খেলতে চাওয়ার ইচ্ছার কথাও বলেছিলেন তিনি।
কিন্তু শেষ পর্যন্ত বোর্ডার-গাভাস্কার ট্রফির দলের জায়গায় হয়নি তার। পার্থে আগামী ২২ নভেম্বর শুরু ভারত-অস্ট্রেলিয়ার পাঁচ টেস্টের সিরিজ।
আসছে রাঞ্জি ট্রফির ম্যাচটিতে যদি নিজের ফিটনেস প্রমাণ করতে পারেন শামি, তাহলে অস্ট্রেলিয়া সফরের দলে তাকে যোগ করা হতে পারে। সিরিজটি জন্য ভারতের পেস বোলিং বিভাগে আছেন সহ-অধিনায়ক জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, আকাশ দিপ, প্রাসিধ কৃষ্ণা ও হার্শিত রানা। রিজার্ভ হিসেবে রাখা রয়েছে মুকেশ কুমার নাভদিপ সাইনি ও খালিল আহমেদকে।
২০১৮-১৯ মৌসুমে ভারতের বোর্ডার-গাভাস্কার সিরিজ জয়ের কারিগরদের একজন শামি যদি এবারের অস্ট্রেলিয়া সফরের দলে শেষ পর্যন্ত জায়গা না পান, তাহলে জাতীয় দলে ফিরতে আরও অপেক্ষা করতে হবে তার। আগামী জানুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সাদা বলের সিরিজ দিয়ে ফিরতে পারেন তিনি।