বিপিএল
বিপিএলে সবচেয়ে আঁটসাঁট বোলিংয়ের রেকর্ডে শাহিদ আফ্রিদির রেকর্ড ছোঁয়ার খুব কাছে গিয়েছিলেন মেহেদী হাসান মিরাজ।
Published : 03 Jan 2025, 11:27 PM
দিনের প্রথম ম্যাচে মাঠেই ছিলেন শাহিদ আফ্রিদি। চিটাগং কিংসের মেন্টর হিসেবে দলকে অনুপ্রাণিত করেছেন সাবেক পাকিস্তান অধিনায়ক। পরে দ্বিতীয় ম্যাচে যদি চোখ রেখে থাকেন তিনি টিভি পর্দায়, তাহলে হয়তো দেখতে পেতেন, বিপিএলে তার মতোই আঁটসাঁট বোলিংয়ের স্পেল উপহার দিচ্ছেন মেহেদী হাসান মিরাজ!
ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে বৃহস্পতিবার খুলনা টাইগার্সের হয়ে মিরাজের বোলিং বিশ্লেষণ ছিল ৪-১-৬-৩। বিপিএলে পুরো চার ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডে আফ্রিদিকে ছুঁতে পারেননি তিনি স্রেফ এক রানের জন্য।
একটা সময় অবশ্য মনে হচ্ছিল, রেকর্ডটি গড়েই ফেলবেন মিরাজ। তৃতীয় ওভারে আক্রমণে এসে প্রথম দুই বলেই উইকেট শিকার করেন খুলনা অধিনায়ক। ওই ওভারে রান দেন কেবল একটি।
দ্বিতীয় ওভার করেন তিনি পাওয়ার প্লে শেষে। পুরো ওভারে রান নিতে পারেননি থিসারা পেরেরা। পরের ওভারে তিনি এক রান দিয়ে উইকেট নেন আরেকটি।
তিন ওভারে তাই রান দিয়েছিলেন তিনি স্রেফ দুটি।
শেষ ওভারটায় একটু খরুচে হয়ে যান তিনি। ত্রয়োদশ ওভারে আবার বল হাতে নিয়ে রান দেন চারটি।
বিপিএলে পুরো চার ওভার বোলিং করে সবচেয়ে কম রান দেওয়ার রেকর্ডটি আফ্রিদি গড়েন ২০১৫ আসরে। সিলেট সুপার স্টার্সের হয়ে বরিশাল বুলসের বিপক্ষে তার বোলিং বিশ্লেষণ ছিল ৪-১-৫-২।
পরে ২০২২ আসরে আফ্রিদির কীর্তি স্পর্শ করেন নাহিদুল ইসলাম। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে ফরচুন বরিশালের বিপক্ষে তার বোলিং ফিগার ছিল ৪-১-৫-৩।
সেই নাহিদুলই আবার ২০২৩ আসরে খুলনা টাইগার্সের হয়ে ৪ ওভারে ২টি মেডেন নিয়ে ৩ উইকেট দেন কেবল ৬ রানে। এখন তার পাশেই নাম লেখালেন মিরাজ।
চার ওভারে সাত রান দিয়ে যৌথভাবে রেকর্ডের তিনে আছে জ্যাকব ওরাম, রাশিদ খান ও মোহাম্মদ আমির।
টি-টোয়েন্টি ক্রিকেটে কৃপণ বোলিংয়ের বিশ্বরেকর্ডটি চোখধাঁধানো। চার ওভারে কোনো রান না দেওয়ার কীর্তি আছে চার জনের- ভারতের আকশায় কার্নেওয়ার, কানাডার সাদ বিন জাফার, নিউ জিল্যান্ডেল লকি ফার্গুসন ও হংকংয়ের আয়ুশ শুক্লা।