লঙ্কান ক্রিকেট
দলের স্বার্থে সিদ্ধান্তটি নিয়েছেন বলে জানিয়েছেন লঙ্কান এই লেগ স্পিনিং অলরাউন্ডার।
Published : 11 Jul 2024, 08:43 PM
টি-টোয়েন্টি বিশ্বকাপে শ্রীলঙ্কার বাজে পারফরম্যান্সের পরও খুব একটা সমালোচিত হতে হয়নি দলটির অধিনায়ক ওয়ানিন্দু হাসারাঙ্গাকে। তবুও হুট করে এই সংস্করণের নেতৃত্ব ছেড়ে দিলেন তিনি।
গত জানুয়ারিতে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলের নেতৃত্ব পান হাসারাঙ্গা। ৬ মাস যেতে না যেতেই সরে দাঁড়ালেন তিনি। শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) বৃহস্পতিবার নিশ্চিত করে বিষয়টি।
যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজের অনুষ্ঠিত টি-টোয়েন্টির বৈশ্বিক আসরে নিজেদের মেলে ধরতে পারেনি শ্রীলঙ্কা। গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয় তারা। ৪ ম্যাচের কেবল একটি জিততে পারে ২০১৪ আসরের চ্যাম্পিয়নরা।
দলের এমন ভরাডুবির পরও হাসারাঙ্গাকে নেতৃত্ব থেকে সরানো নিয়ে লঙ্কান ক্রিকেটে তেমন আলোচনা হয়নি। তবুও তার পদত্যাগ করা কিছুটা বিস্ময়ের।
এমন সিদ্ধান্তের কারণ নির্দিষ্ট করে বলেননি হাসারাঙ্গা। বোর্ডের বিবৃতিতে বলা হয়েছে, দলের ভালোর জন্য সিদ্ধান্তটি নিয়েছেন ২৬ বছর বয়সী লেগ স্পিনিং অলরাউন্ডার।
স্বল্প সময়ের এই অধ্যায়ে জাতীয় দলকে ১০ টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিয়েছেন হাসারাঙ্গা। যার ছয়টিই জিতেছে লঙ্কানরা। চলমান লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) ক্যান্ডি ফ্যালকন্সের অধিনায়কত্ব করছেন তিনি।
টি-টোয়েন্টিতে এখন নতুন অধিনায়ক খুঁজতে হবে শ্রীলঙ্কাকে। হাসারাঙ্গার বিকল্প হিসেবে চারিথ আসালাঙ্কার নাম আসতে পারে। হাসারাঙ্গার অনুপস্থিতিতে দুই ম্যাচে নেতৃত্ব দিয়েছিলেন তিনি। চলতি এলপিএলে জাফনা কিংসের অধিনায়কের দায়িত্বও পালন করছেন আসালাঙ্কা।
শ্রীলঙ্কার পরের টি-টোয়েন্টি লড়াই ভারতের বিপক্ষে। চলতি মাসের শেষ দিকে তিন ম্যাচের সিরিজ খেলার কথা রয়েছে দুই দলের। আসছে এই সিরিজে নতুন কোচিংয়ে খেলবে লঙ্কানরা। বিশ্বকাপের পর ক্রিস সিলভারউড সরে দাঁড়ানোর পর অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব পান দলটির সাবেক অধিনায়ক সানাৎ জায়াসুরিয়া।