বারবার সম্ভাবনা উঁকি দিলেও আইপিএল বা পিএসএল খেলতে না পারায় হতাশ নন তাসকিন আহমেদ।
Published : 20 Jan 2025, 11:45 PM
‘হতাশার কী আছে…’, স্মিত হাসিতে বললেন তাসকিন আহমেদ। পাকিস্তান সুপার লিগে (পিএসএল) ডাক পাওয়ার ব্যাপারে অগ্রিম বার্তা পেয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত দল পাননি ড্রাফটে। তার পরও যে হতাশা নেই, তা বুঝিয়ে দিলেন তিনি আরও বড় অপ্রাপ্তির উদাহরণ টেনে। অভিজ্ঞ পেসার মনে করিয়ে দিলেন, তিন দফায় আইপিএলে খেলার হাতছানি থাকলেও তিনি যেতে পারেননি!
প্রায় এক যুগের ক্যারিয়ারে লঙ্কা প্রিমিয়ার লিগ ছাড়া আর কোনো ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টি টুর্নামেন্ট খেলা হয়নি তাসকিনের। সুযোগ যে আসেনি, তা নয়। কিন্তু ফিটনেস ও ওয়ার্কলোড ম্যানেজমেন্টের কারণে বিসিবির ছাড়পত্র পাননি তিনি।
চলতি বিপিএলে দুর্দান্ত ছন্দে আছেন তাসকিন। দুর্বার রাজশাহীর দলীয় পারফরম্যান্স তেমন ভালো না হলেও এখন পর্যন্ত ৯ ম্যাচে তার শিকার ২০ উইকেট। টুর্নামেন্টে আর কোনো বোলার ১৩ উইকেটের বেশি নিতে পারেননি।
দারুণ ফর্মে থাকা পেসারকে পিএসএলের ব্যাপারে আগাম সুখবর দিয়েছিলেন রাজশাহীর প্রধান কোচ ইজাজ আহমেদ। বেশ জোর দিয়েই তিনি বলেছিলেন, তাসকিনকে নিতে চায় লাহোর কালান্দার্স। রাজশাহীর পাকিস্তানি ওপেনার মোহাম্মদ হারিস জানিয়েছিলেন, তাসকিনকে নিতে আগ্রহী পেশাওয়ার জালমিও।
দুজনের কারও কথারই প্রতিফলন পড়েনি পিএসএলের প্লেয়ার্স ড্রাফটে। বাংলাদেশের নাহিদ রানা, লিটন কুমার দাস ও রিশাদ হোসেন ডাক পেলেও তাসকিনের প্রতি আগ্রহ দেখায়নি কোনো দল।
বিপিএলে সোমবার চট্টগ্রামে চিটাগং কিংসের কাছে হারের পর সংবাদ সম্মেলনে তার কাছে জানতে চাওয়া হলো পিএসএল নিয়ে। রাজশাহীর নতুন অধিনায়ক বললেন, তার ভাবনাজুড়ে আছে দেশের হয়ে ভালো করা।
“নাহ… (দল না পাওয়া) হতাশাজনক নয়। হতাশার কী আছে! সবচেয়ে বড় বিষয় হলো, আমি যদি নিজের দেশকে ভালোমতো সেবা দিতে পারি। যেখানেই খেলি, যদি ভালো করতে পারি, সুযোগ অনেক আসবে।”
“এর আগে তো তিনবার আইপিএলে সুযোগ পেয়েও যেতে পারিনি। হতাশাজনক হলে তো এতদিনে গলায় দড়ি দিয়ে মরে যাওয়ার কথা। আমি একদমই হতাশ নই। আমার তকদিরে যেটা আছে... সামনে অনেক সুযোগ আসবে ইনশাল্লাহ।”
আইপিএলেও কখনও নিলাম থেকে দল পাননি তাসকিন। তবে নানা সময়ে চোটে পড়া ক্রিকেটারদের বদলি হিসেবে তাকে নেওয়ার আগ্রহ দেখায় একাধিক ফ্র্যাঞ্চাইজি। কোনোবারই বিসিবির ছাড়পত্র না পাওয়ায় যাওয়া হয়নি তার। তাকে এজন্য আর্থিক ক্ষতিপূরণও দিয়েছিল বোর্ড।
নতুন আসরের আগেও শোনা যাচ্ছে একই গুঞ্জন। তবে এখন পর্যন্ত কোনো দলের সঙ্গে কথা হয়নি, জানালেন তাসকিন।
"আসলে যেহেতু ড্রাফটে (নিলামে) দল পাইনি, কারও বদলি হিসেবে প্রয়োজন পড়লে নিতেও পারে। পিএসএলের ক্ষেত্রেও একই বিষয়৷ ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারও কথা হয়নি। আসলে এজেন্টরা এসব যোগাযোগ করে। আমার সাথে যোগাযোগ হয়নি।"