বাবর আজম, ড্যারিল মিচেল, স্টিভেন স্মিথ ও রোহিত শার্মাকে টপকে ক্যারিয়ার সেরা র্যাঙ্কিংয়ে হ্যারি ব্রুক।
Published : 24 Jul 2024, 03:42 PM
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে জো রুট ও হ্যারি ব্রুকের চমৎকার সেঞ্চুরির প্রতিফলন পড়েছে র্যাঙ্কিংয়ে। এই সংস্করণের ব্যাটসম্যানের তালিকায় শীর্ষস্থান পুনরুদ্ধারের পথে আরেকটু এগিয়েছেন রুট। ক্যারিয়ার সেরা তিন নম্বরে জায়গা করে নিয়েছেন ব্রুক।
পুরুষ ক্রিকেটারদের র্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ বুধবার যথারীতি প্রকাশ করেছে আইসিসি। টেস্ট ব্যাটসম্যানদের তালিকায় চার ধাপ এগিয়েছেন ব্রুক। টপকে গেছেন তিনি বাবর আজম, ড্যারিল মিচেল, স্টিভেন স্মিথ ও রোহিত শার্মাকে।
নটিংহ্যামে চার দিনে শেষ হওয়া টেস্টে ক্যারিবিয়ানদের ২৪১ রানে হারায় ইংল্যান্ড। টানা দুই ম্যাচ জিতে তিন টেস্টের সিরিজ জয় নিশ্চিত করে তারা। স্বাগতিকদের এই জয়ে বড় অবদান রাখেন রুট ও ব্রুক। দ্বিতীয় ইনিংসে দুইজনেই উপহার দেন সেঞ্চুরি।
১০ চারে ১৭৮ বলে ১২২ রানের ইনিংস খেলেন রুট। টেস্টে ইংলিশ তারকার এটি ৩২তম সেঞ্চুরি। সক্রিয় ক্রিকেটারদের মধ্যে কেন উইলিয়ামসন ও স্মিথের সঙ্গে যৌথভাবে যা সর্বোচ্চ। ১২ রেটিং পয়েন্ট বেড়ে রুটের পয়েন্ট এখন ৮৫২। র্যাঙ্কিংয়ে শীর্ষে থাকা উইলিয়ামসনের (৮৫৯) সঙ্গে তার পয়েন্টের ব্যবধান স্রেফ ৭।
ক্যারিয়ারের পঞ্চম টেস্ট সেঞ্চুরিতে ব্রুক করেন ১৩ চারে ১৩২ বলে ১০৯ রান। তিন নম্বরে উঠে আসা ব্রুকের আগের সেরা র্যাঙ্কিং ছিল সাত।
প্রথম ইনিংসে ৭১ রান করা বেন ডাকেট ৬ ধাপ এগিয়ে আছেন ১৬ নম্বরে। অলি পোপের উন্নতি ৮ ধাপ, আছেন ২১তম স্থানে। ক্যারিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিতে ১২১ রান করেন তিনি ১ ছক্কা ও ১৫ চারে।
ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরিতে ১৯ চারে ১২০ রান করা ওয়েস্ট ইন্ডিজের কাভেম হজ এগিয়েছেন ২১ ধাপ, অবস্থান ৭৫তম। উন্নতি করেছেন দলটির অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট ও জশুয়া দা সিলভা।
টেস্ট বোলারদের শীর্ষস্থানে যথারীতি আছেন ভারতের রবিচন্দ্রন অশ্বিন। যৌথভাবে দুইয়ে অস্ট্রেলিয়ার জশ হেইজেলউড ও ভারতের জাসপ্রিত বুমরাহ। ওয়েস্ট ইন্ডিজ কেমার রোচ এক ধাপ নিচে নেমে যাওয়ায় এক ধাপ এগিয়ে সপ্তদশ স্থানে তাইজুল ইসলাম।
ম্যাচে ৬ উইকেট নেওয়া ক্রিস ওকস ৪ ধাপ এগিয়ে এখন ২০তম স্থানে। ২০২১ সালের সেপ্টেম্বরের পর প্রথমবার সেরা বিশে জায়গা পেয়েছেন তিনি। ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ ও জেডেন সিলসও উন্নতি করেছেন।
অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে আগের মতো সবার ওপরে ভারতের রবীন্দ্র জাদেজা।