পাকিস্তানের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টে ব্যক্তিগত পারফরম্যান্সের পুরস্কার থেকে পাওয়া অর্থ বর্ন্যাদুর্গতের দেওয়ার ঘোষণা দিলেন বাংলাদেশের দুই ক্রিকেটার।
Published : 25 Aug 2024, 05:07 PM
ম্যাচ-সেরার পুরস্কার নিয়ে সঞ্চালক বাজিদ খানের কাছে প্রতিক্রিয়া জানালেন মুশফিকুর রহিম। সেই পর্ব শেষে তাকে ধন্যবাদ জানালেন বাজিদ। তবে মুশফিকের কথা শেষ নয় তখনই। বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান বললেন, পুরস্কারের এই অর্থ তিনি দিতে চান দেশে বন্যাদুর্গত মানুষদের জন্য।
কিপার-ব্যাটসম্যান লিটন কুমার দাস পরে জানান, ‘এনার্জেটিক ব্যাটার অব দা ম্যাচ’ হয়ে পাওয়া অর্থ তিনিও সহায়তা করবেন বন্যার্তদের জন্য।
অসাধারণ এক ইনিংস খেলে এই টেস্টে বাংলাদেশের জয়ের ভিত গড়ে দেন মুশফিক। ৫২২ মিনিট ক্রিজে থেকে ৩৪১ বল খেলে করেছেন ১৯১ রান।
প্রথম ইনিংসে ১১৭ রানের লিড পাওয়া বাংলাদেশ শেষ দিনে দুর্দান্ত বোলিং পারফরম্যান্সে পাকিস্তানকে হারিয়ে দেয় ১০ উইকেটে। শেষ দিনে বোলাররা ম্যাচ জেতালেও চমকপ্রদ জয়ে বড় অবদান রেখে ম্যান অব দা ম্যাচ হন মুশফিক।
পুরস্কার হিসেবে সুদৃশ্য একটি ট্রফির পাশাপাশি ৩ লাখ পাকিস্তানি রুপি পান মুশফিক। পরে সেই অর্থ মানুষের সহায়তায় দান করার ঘোষণা দেন ৩৭ বছর বয়সী ব্যাটসম্যান।
“আমার দলের পক্ষ থেকে আমি একটি অনুরোধ করতে চাই। কিছু বলতে চাই। আপনি জানেন, আমাদের দেশে অনেক মানুষ এখন বন্যাক্রান্ত। আমি এই প্রাইজমানি তাদের জন্য দিতে চাই। পাশাপাশি দেশে ও বাইরে সবাইকে অনুরোধ করব সাহায্য দিতে এবং এই কাজে সহায়তা করতে।”
‘এনার্জেটিক ব্যাটার অব দা ম্যাচ’ হয়ে ১ লাখ রুপি পুরস্কার পান আগ্রাসী ফিফটি করা লিটন কুমার দাস। পরে সহায়তার ঘোষণা দেন তিনি সামাজিক মাধ্যমে।
“পাকিস্তানকে প্রথমবার টেস্ট ম্যাচে হারিয়েছি, সেখানে অবদান রাখতে পেরে আনন্দিত ও গর্বিত। দেশে বন্যা পরিস্থিতির কারণে এই জয়টা ঠিকমত উপভোগ করতে পারছি না। মনটা পড়ে আছে দেশে। আমি এই ম্যাচে ‘এনার্জেটিক ব্যাটার অব দ্যা ম্যাচ’ পুরস্কার হিসাবে প্রাপ্ত অর্থ বন্যার্তদের জন্য দেওয়ার ঘোষণা দিচ্ছি। যারা দেশে আছেন, তারা সবাই সামর্থ্য অনুযায়ী এগিয়ে আসুন। যত বিপদ, তত ঐক্য। বাংলাদেশ হারবে না।”
শেষ দিনে ৪ উইকেট শিকারি মেহেদী হাসান মিরাজ পান ম্যাচের সেরা বোলারের পুরস্কার। তার প্রাপ্তি দেড় লাখ পাকিস্তানি রুপি।
এছাড়া স্ট্রাইকার অব দা ম্যাচ পুরস্কার পান পাকিস্তানের মোহাম্মদ রিজওয়ান (দেড় লাখ রুপি), আউটস্ট্যান্ডিং পারফরম্যান্স পুরস্কার জেতেন সাউদ শাকিল (১ লাখ রুপি)।